Baduria: সাইকেল আরোহীকে ধাক্কার পর ১০ কিমি হিঁচড়ে নিয়ে গেল গাড়ি
Baduria Accident: সাইকেল আরোহীকে বাঁচাতে মরিয়া হয়ে ইকো গাড়ির পিছনে ছোটেন প্রত্যক্ষদর্শীরা। চিৎকার চেঁচামেচিতেও দাঁড়ায় না গাড়ি, অবশেষে ১০ কিলোমিটার যাওয়ার পর একটি বাগানের ভেতর দিয়ে গাড়ি নিয়ে গিয়ে সরিষা ক্ষেতের মধ্যে গাড়ি নামিয়ে দিয়ে পালিয়ে যায় গাড়ির চালক।

বাদুড়িয়া: রাস্তার এক ধার দিয়েই যাচ্ছিলেন সাইকেল চালক। ইকো গাড়ির গতিবেগ ছিল স্বাভাবিকের থেকে বেশি। তার মধ্যে ভোরের ঘন কুয়াশা। সাইকেল চালককে দেখতেই পাননি গাড়ি চালক। সাইকেলে ধাক্কা মারার পর সেই চালককে ১০ কিলোমিটার রাস্তা হিঁচড়ে নিয়ে যান ইকো গাড়ির চালক। ভোরে ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী থাকলেন রাস্তার অন্যান্য পথচারীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত কুমারেশ মণ্ডলের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায়।
সাইকেল আরোহীকে বাঁচাতে মরিয়া হয়ে ইকো গাড়ির পিছনে ছোটেন প্রত্যক্ষদর্শীরা। চিৎকার চেঁচামেচিতেও দাঁড়ায় না গাড়ি, অবশেষে ১০ কিলোমিটার যাওয়ার পর একটি বাগানের ভেতর দিয়ে গাড়ি নিয়ে গিয়ে সরিষা ক্ষেতের মধ্যে গাড়ি নামিয়ে দিয়ে পালিয়ে যায় গাড়ির চালক।
পিছনে আশা প্রত্যক্ষদর্শীরা সাইকেল আরোহীকে উদ্ধার করে মৃতপ্রায় অবস্থায় হাসপাতালে নিয়ে যায়, ঘটনাস্থলে বাদুড়িয়া থানার পুলিশ গিয়ে সাইকেল ও ইকো গাড়িটিকে উদ্ধার করে, পুলিশ বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে এবং গাড়ির নম্বর ও গাড়িতে লেখা ফোন নম্বর দেখে ইকো গাড়ির চালকের খোঁজ করছে।
গাড়ির চালক পলাতক। আহত কুমারেশকে প্রথমে রুদ্রপুর হাসপাতালে , পরে কলকাতার আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় এই মুহূর্তে তিনি হাসপাতালে ভর্তি । এরপর বাদুড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং সাইকেল এবং ইকো গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি যে রাস্তা দিয়ে ইকোগাড়িটি এসেছে সেই রাস্তার পাশে থাকা বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
