Burdwan University: হঠাৎ মঞ্চে সকলের সামনেই শোভনের দিকে এগিয়ে গেলেন বর্ধমানের VC, তারপরই…
Bardhaman: এরপরই সৌজন্যের পরিচয় দেন শোভনদেব। এগিয়ে যাওয়া উপাচার্যের হাত ধরে নেন মন্ত্রী। তিনি বলেন, "আমার পরিবারের অনেক শিক্ষক আছে। আমার স্ত্রী শিক্ষক। আমার বৌমা শিক্ষক। আমার বাবা শিক্ষক ছিলেন। আমি শিক্ষকদের অনেক শ্রদ্ধা করি। পায়ে হাত দিয়ে প্রণাম না করলেও হাত জোর করে করা যায়।"

বর্ধমান: বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না বর্ধমান বিশ্ববিদ্যালয়ের (Burdwan University) উপাচার্য শঙ্কর কুমার নাথের। মঙ্গলবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মচারি সমিতির রক্তদান শিবিরে এসে মন্ত্রীকে পা ধরে প্রণাম করতে যাওয়া ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কীভাবে মন্ত্রীকে পা ধরে কতটা যুক্তিযুক্ত সেই নিয়েই প্রশ্ন তুলছে বিজেপি।
মঙ্গলবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির রক্তদান শিবিরের আয়োজন করে। সেই অনুষ্ঠান মঞ্চ থেকে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে প্রণাম করে আশীর্বাদ নেওয়ার ইচ্ছে প্রকাশ করেন উপাচার্য শঙ্কর কুমার নাথ। বক্তব্য থামিয়েই এগিয়ে যান তিনি। ভিসি বলেন, “আমি মাননীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের অনেক নাম শুনেছি। কিন্তু ওঁর কাছাকাছি যাওয়ার কোনও সুযোগ হয়নি। আজ আমি ওঁকে অনুরোধ করব,আমি ওঁর পা ধরে প্রণাম করতে চাই।”
এরপরই সৌজন্যের পরিচয় দেন শোভনদেব। এগিয়ে যাওয়া উপাচার্যের হাত ধরে নেন মন্ত্রী। তিনি বলেন, “আমার পরিবারের অনেক শিক্ষক আছে। আমার স্ত্রী শিক্ষক। আমার বৌমা শিক্ষক। আমার বাবা শিক্ষক ছিলেন। আমি শিক্ষকদের অনেক শ্রদ্ধা করি। পায়ে হাত দিয়ে প্রণাম না করলেও হাত জোর করে করা যায়।” এরপর উপাচার্য হাত জোড় করেই প্রণাম করেন। পালটা হাত জোড় করে সৌজন্য দেখান মন্ত্রী শোভনদেবও।
এই প্রথম নয়। এর আগেও বারবার বিতর্কে জড়িয়েছেন উপাচার্য। একটি অনুষ্ঠানে ক্রিকেট তারকা সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে মজা করতে গিয়ে ফাউল করে বসেন। সেই সময় সৌরভ খানিকটা বিরক্ত হয়েছিল বলেই মনে করেছেন সেখানে উপস্থিত লোকজন।
