JEE Advanced 2025 Topper: দেশ কাঁপাল কাটোয়ার মেয়ে! মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের পর JEE Advanced-এ মেয়েদের মধ্যে সেরা বাংলার দেবদত্তা

JEE Advanced 2025 Topper: কমন র‌্যাঙ্ক লিস্ট অনুযায়ী, দেবদত্তা অধিকার করেছেন ১৬ নম্বর স্থান। গোটা দেশে বঙ্গতনয়ার এমন ঔজ্জ্বল্যে ভরা সাফল্য দেখে প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

JEE Advanced 2025 Topper: দেশ কাঁপাল কাটোয়ার মেয়ে! মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের পর JEE Advanced-এ মেয়েদের মধ্যে সেরা বাংলার দেবদত্তা
দেবদত্তা মাঝিImage Credit source: facebook

|

Jun 02, 2025 | 4:34 PM

কলকাতা: ঘোষণা হল জেইই অ্যাডভান্সডের ফল। সর্বভারতীয় স্তরে IIT কানপুরের উদ্যোগেই এই বছর আয়োজন হয়েছিল পরীক্ষার। সেখানেই গোটা দেশে মেয়েদের মধ্যে সেরার সেরা বাংলার মেয়ে দেবদত্তা মাঝি।

সর্বভারতীয় স্তরে মহিলাদের মধ্যে প্রথম হয়েছে এই কাটোয়ার মেয়ে। মোট ৩৬০-এ পরীক্ষা। তার মধ্যে ৩১২ পেয়েছেন দেবদত্তা। কমন র‌্যাঙ্ক লিস্ট অনুযায়ী, দেবদত্তা অধিকার করেছেন ১৬ নম্বর স্থান। গোটা দেশে বঙ্গতনয়ার এমন ঔজ্জ্বল্যে ভরা সাফল্য দেখে প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

এদিন নিজের সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘বাংলার নাম উজ্জ্বল করার জন্য বর্ধমানের মেয়েকে শুভেচ্ছা। সর্বভারতীয় স্তরে আইআইটি খড়্গপুর জোন থেকে প্রথম হওয়া প্রশংসনীয়। এর আগে তুমি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকেও নজির গড়েছিলে। এবার গোটা দেশে শীর্ষে। আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা।’

এর আগে ২০২৩ সালে মাধ্যমিকে ৬৯৭ নম্বর প্রথম হয়েছিলেন দেবদত্তা। এমনকি, উচ্চ মাধ্যমিকেও ছিনিয়ে নিয়েছিলেন ষষ্ঠ স্থান। এবার সর্বভারতীয় স্তরে IIT-যুদ্ধে এগিয়ে দেবদত্তার নাম। অন্যদিকে, জেইই অ্যাডভান্সডের পরীক্ষায় গোটা দেশে প্রথম হয়েছেন রজিত গুপ্তা। আইআইটি দিল্লি জোন থেকে পরীক্ষা দিয়েছিলেন তিনি। মোট নম্বর ৩৬০-এর মধ্যে ৩৩২ পেয়ে গোটা দেশে সেরা সেরা রজিত।

চলতি বছরে JEE Advanced-এর পরীক্ষায় বসেছিলেন ১ লক্ষ ৮০ হাজার ৮২২ জন। যার মধ্যে মোট উত্তীর্ণের সংখ্যা ৫৪ হাজার ৩৭৮ জন পরীক্ষার্থী। মোট ছাত্রের সংখ্যা ৪৪ হাজার ৯৭৪ জন ও ছাত্রীর সংখ্যা ৯ হাজার ৪০৪ জন। গত ১৮ই মে হয়েছিল পরীক্ষা। ফলাফল বেরলো এক মাসেরও কম সময়ে।