Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Doctor attacked: যেন রণক্ষেত্র! সুপার স্পেশালিটি হাসপাতালের মধ্যে হিঁচড়ে টেনে নিয়ে গিয়ে মার, ছাড় পেল না পুলিশও

Doctor attacked: স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন তুলে হাসপাতালের ওপর চড়াও হয় রোগীর পরিবার। তাদের বিরোধিতা করতে গেলেই পাল্টা আক্রমণ করে তারা। তারপর কার্যত যুদ্ধক্ষেত্রে চেহারা নেয়।

Doctor attacked: যেন রণক্ষেত্র! সুপার স্পেশালিটি হাসপাতালের মধ্যে হিঁচড়ে টেনে নিয়ে গিয়ে মার, ছাড় পেল না পুলিশও
রোগীর পরিবারের সঙ্গে স্বাস্থ্যকর্মীদের হাতাহাতিImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 24, 2025 | 11:09 AM

বর্ধমান: সরকারি হাসপাতালে বেহাল দশা নিয়ে প্রশ্ন ওঠে অনেক সময়। পরিষেবা পেতে নাজেহাল হতে হয় রোগীকে। তবে প্রকাশ্যে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে। স্বাস্থ্য পরিষেবা নিয়েই বাদানুবাদ শুরু হয়। তারপর ডাক্তার, স্বাস্থ্যকর্মী, এমনকী পুলিশকেও ছাড়েনি রোগীর পরিবার। অভিযোগ, টেনে হিঁচড়ে মারধর করা হয় তাঁদের। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই ভিডিয়ো।

বর্ধমানের অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনা। বৃহস্পতিবার এই ছবি দেখা যায় হাসপাতালে। রোগীর সঙ্গে থাকা লোকজনের হাতে আক্রান্ত হলেন চিকিৎসক ও কয়েকজন পুলিশ কর্মীও। রাতেই এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয় বেশ কয়েকজনকে। শুক্রবার সকাল পর্যন্ত ওই ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

পূর্ব বর্ধমানের বামচাঁদাইপুরের ওই হাসপাতালে অশান্তি বাঁধে এক রোগীর চিকিৎসাকে কেন্দ্র করে। হাসপাতালের সুপার শকুন্তলা সরকার জানিয়েছেন, শক্তিগড় থানার স্বত্বিপল্লীর বাসিন্দা একজন যুবক পায়ে চোট নিয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা চলাকালীন রোগীর সঙ্গে থাকা কয়েকজন চিকিৎসা পরিষেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এই নিয়ে অশান্তির সূত্রপাত।

হাসপাতালে কর্তব্যরত পুলিশ কর্মীরা তাঁদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু বেপরোয়া লোকজন পুলিশের ওপরেও চড়াও হয় বলে অভিযোগ। পুলিশ বাধা দিতে গেলে পুলিশের উপর তারা আক্রমণ চালায়। হাসপাতালেও ভাঙচুর করে। ঘটনায় চার পাঁচ জন পুলিশ কর্মী জখম হন।

একজন পুলিশকর্মীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। হাসপাতালে অশান্তির খবর পেয়ে যান জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্য়োপাধ্য়ায় ও শক্তিগড় থানার পুলিশ বাহিনী।