পূর্ব বর্ধমান: তৃণমূলের কেউ অন্যায় করলে দলনেত্রীকে যেন জানানো হয়। তিনি কান মুলে দেবেন। কালনার জনসভা থেকে এমনটাই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘তৃণমূলই মানুষের বন্ধু’, তা বোঝাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “তৃণমূলের কেউ অন্যায় করলে আমি কানটা মুলে দেব বা থাপ্পড় মারব। বলব কেন অন্যায় করছ।” কিন্তু কেউ যেন তাঁকে ‘ভুল’ না বোঝেন, সে আর্তিও শোনা গেল মমতার গলায়। মমতার এদিনের সভায় তৃণমূলে যোগ দেন প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর। কিছুদিন আগেই চন্দননগরের পুলিশ কমিশনার পদ থেকে ইস্তফা দেন তিনি। এরপরই তাঁর রাজনীতিতে পদার্পণ নিয়ে জল্পনা শুরু হয়। এদিন সেই জল্পনার ইতি টানলেন প্রাক্তন পুলিশ কর্তা নিজেই।
*২০২১ আবার তৃণমূলের।
*’বিদায় দাও বিদায় দাও বিজেপিকে বিদায় দাও। ফিরিয়ে দাও ফিরিয়ে দাও আমার দেশ ফিরিয়ে দাও, ভারতবর্ষ ফিরিয়ে দাও।’ কালনার মঞ্চে নয়া ডাক মমতার।
*বিজেপি গোজামিল পার্টি, শুধু মিথ্যা কথা বলে। আমরা কৃষকদের চাল কিনি। শস্যবিমার পুরো টাকা দিই। কেন্দ্রের তিনটে কালো বিল কৃষকদের সব লুঠ করে নেবে। এই বিজেপি মানেই সর্বনাশ। কৃষক, শ্রমিক জোট বাঁধুন। কতগুলো বহিরাগত গুণ্ডা ভাবছে মিথ্যা কথা বলবে। : মমতা
*ত্রিপুরার মানুষকে একটা কথা বলতে দেয় না, ধরে ধরে মারছে। বাঙালিকে অত্যাচার করছে। এখন এ রাজ্যে নিরাপত্তা আছে। বিজেপির রাজ্যগুলোয় কোনও নিরাপত্তা নেই। :মমতা
*বিজেপির অনেক টাকা, তা নিয়ে চলে আসছে। ওটা ওদের টাকা নয় চুরি করা টাকা। ভাল করে টাকা নিয়ে মাংস ভাত খেয়ে নেবেন। : মমতা
* স্বাস্থ্যসাথীতে আমরাই ৫ লক্ষ টাকার সুবিধা দিই। দুয়ারে সরকার রয়েছে সব কথা শোনার জন্য।
*কৃষকদের শস্যবীমার এক টাকাও লাগে না। কেন্দ্র এক টাকাও দেয় না। রাজ্য সবটা দেয়। কত বড় আমফান হয়ে গেল আমরা প্রত্যেক কৃষককে সাহায্য করেছি। : মমতা
*বিজেপি তো এখানে এসে চৈতন্যের নামে ভুলভাল বলে গিয়েছিল। বিবেকানন্দের টাইটেল বলছে ঠাকুর।
* শান্তিতে থাকতে হলে তৃণমূলই আপনার বন্ধু। তৃণমূলের কেউ অন্যায় করলে আমি কানটা মুলে দেব বা থাপ্পড় মারব। বলব কেন অন্যায় করছ। : মমতা
* দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভাল। কতগুলো গরু হাম্বা হাম্বা করতে করতে চলে গিয়েছে ভাল হয়েছে। মা খাইয়ে পড়িয়ে বড় করবে, আর মা অসুস্থ হলে তাকে ছেড়ে চলে যাবে! যারা গিয়েছে ভাল হয়েছে, আপদ বিদায় নিয়েছে : মমতা
*তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর।