Burdwan Municipality: বর্ধমান পুরসভার নয়া প্রশাসক হলেন প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাজ সংঘমিতা
TMC: আর্থিক কেলেঙ্কারিতে এখন জেলে বর্ধমান পুরসভার (Burdwan Municipality) চেয়ারম্যান প্রণব চট্টোপাধ্যায়। সোমবার খারিজ হয়েছে তাঁর তৃতীয় জামিনের আবেদন। মঙ্গলবার নয়া পুর প্রশাসক নিয়োগ করল জেলা প্রশাসন।
পূর্ব বর্ধমান: আর্থিক কেলেঙ্কারিতে এখন জেলে বর্ধমান পুরসভার (Burdwan Municipality) চেয়ারম্যান প্রণব চট্টোপাধ্যায়। সোমবার খারিজ হয়েছে তাঁর তৃতীয় জামিনের আবেদন। এর মধ্যে মঙ্গলবার নয়া পুর প্রশাসক নিয়োগ করল জেলা প্রশাসন। বর্ধমান প্রশাসক মণ্ডলীর নয়া চেয়ারম্যান হলেন ডাঃ মমতাজ সংঘমিতা (Mamtaz Sanghamita)। বর্ধমান দূর্গাপুর কেন্দ্রের প্রাক্তন তৃণমূল সাংসদকে এবার নয়া দায়িত্বে তুলে আনল শাসক শিবির।
মঙ্গলবার বর্ধমান পুরসভার নতুন প্রশাসক হলেন মমতাজ সংঘমিতা। ২০১৪- ২০১৯ সাল পর্যন্ত বর্ধমান- দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের সাংসদ (TMC MP) ছিলেন তিনি। উনিশের লোকসভা নির্বাচনেও তৃণমূলের টিকিট পেয়েছিলেন। তবে পরাজিত হতে হয়। সেই মমতাজ সংঘমিতাকে নয়া দায়িত্বে নিয়ে এল শাসক শিবির।
উল্লেখ্য, দিনকয়েক আগেই পুর প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান প্রণব চট্টোপাধ্যায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন। তারই পরিপেক্ষিতে এই সিধান্ত। প্রণব চট্টোপাধ্যায়কে কলকাতা থেকে গত বৃহস্পতিবার রাতে জেরার জন্য ডেকে পাঠিয়ে গ্রেফতার করে সিবিআই। বর্ধমান শহরের তৃণমূল কংগ্রেসের নেতা, আইনজীবী তথা বর্ধমান পুরসভার পুরপ্রশাসক প্রণব চট্টোপাধ্যায়ের বাড়ি ও বাণিজ্যিক ভবনে সিবিআই হানা দেওয়া হয় গত শুক্রবার।
চলতি বছরের আগস্ট মাসেই বর্ধমান পুরসভার পুরপ্রশাসকের পদে বসেছেন তিনি। এদিকে এক চিটফান্ড মামলায় কোটি কোটি টাকার কেলেঙ্কারিতে ২০১৮ সালে সিবিআই তদন্ত শুরু করে। অতি সম্প্রতি তারা এই মামলায় একটি চার্জশিট দেয়। সেই চার্জশিটে নাম ছিল না প্রণব বাবুর। তবে সিবিআই দাবি করেছে ওই সাপ্লিমেন্টারি চার্জশিটে প্রণবের নাম থাকবে। সোমবারই আদালতে প্রণবের বিরুদ্ধে ৯০ কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ করেছে সিবিআই। তাঁর জামিনের আবেদনও খারিজের আবেদন করা হয়।
এদিকে প্রণববাবুর হয়ে এদিন আসানসোল আদালতের আইনজীবী শেখর কুণ্ডু ছাড়াও বর্ধমান আদালতের একাধিক আইনজীবী এজলাসে হাজির ছিলেন সোমবার। যার মধ্যে ছিলেন বর্ধমান অ্যাসোসিয়েশনের সভাপতি ও সম্পাদকও। তাঁরা বর্ধমানের পুরপ্রশাসকের জামিনের জন্য জোর সওয়াল করেন। বর্ধমান থেকে আসা প্রণববাবুর আইনজীবী ভোলানাথ মণ্ডল বলেন, চার্জশিট ও এফআইআরে নাম না থাকা সত্বেও তাঁকে গ্রেফতার করা হয়েছে। তিনি দীর্ঘদিনের নির্বাচিত জন প্রতিনিধি। বর্তমানে তিনি বর্ধমানের একটা শহরের পুরপ্রশাসক। বর্ধমান শহরের স্থায়ী বাসিন্দা। প্রণববাবুর আইনজীবীরা বলেন, তিনি বর্ধমান সানমার্গ নামে ওই সংস্থার শুধু মাত্র লিগ্যাল অ্যাডভাইজার ছিলেন।আর বর্ধমান শহরে নিজের স্ত্রীর নামে থাকা একটি বাড়ি বর্ধমান সনমার্গ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে ভাড়া দিয়েছিলেন মাত্র। দুই পক্ষের আইনজীবীদের সওয়াল জবাবের পর প্রণবকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।
আরও পড়ুন: Chit Fund Case: ৩ নয়, ৯০ কোটি টাকার কেলেঙ্কারি! বর্ধমান পুরপ্রশাসকের জামিন নাকচ করল আদালত