Suvendu Adhikari: ‘জামাত-জঙ্গিদের শায়েস্তা করতেই প্রধানমন্ত্রী বিএসএফ-এর ক্ষমতা বৃদ্ধি করেছেন!’ শিবপুজো দিতে এসে মন্তব্য শুভেন্দুর

Purba Bardhaman: আজ বর্ধমানের ১০৮ শিবমন্দিরে পুজো দিতে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Suvendu Adhikari: 'জামাত-জঙ্গিদের শায়েস্তা করতেই প্রধানমন্ত্রী বিএসএফ-এর ক্ষমতা বৃদ্ধি করেছেন!' শিবপুজো দিতে এসে মন্তব্য শুভেন্দুর
বিএসএফের ক্ষমতাবৃদ্ধির পক্ষে যুক্তি দিলেন শুভেন্দু
Follow Us:
| Edited By: | Updated on: Dec 13, 2021 | 3:58 PM

পূর্ব বর্ধমান: রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে ক্ষোভ উগরে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফের বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। তীব্র আক্রমণ করলেন শাসকদলকে। বললেন, “অনুপ্রবেশকারীরা এসে আমাদের দেশের আইনশৃঙ্খলার তারতম্য ঘটাচ্ছে। একাধিক বেআইনি কাজ করছে। দেশের জনসংখ্য়ার তারতম্য বদলে দিচ্ছে।”

আজ বর্ধমানের ১০৮ শিবমন্দিরে পুজো দিতে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর তিনি বলতে শুরু করেন, “এই অনুপ্রবেশকারীরা দেশের জন্য খুবই বিপদজনক। এরা আইনশৃঙ্খলার অবনতির সঙ্গে-সঙ্গে জনসংখ্যার তারতম্য ঘটাচ্ছে। সমস্ত অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিৎ। এই কথা বিবেচনা করেই বিএসএর জায়গা পঞ্চাশ কিমি বৃদ্ধি করেছেন।” এরপর তিনি যোগ করে বলেন, “এখন মানুষ বুঝতে পারছেন কেন বিএসএফ জায়গা বৃদ্ধি করা হল। তার যথার্থতা যৌক্তিকতা এটাই যে প্রত্যেকদিন জেহাদি ও জঙ্গিরা জামাত ধরা পড়ছে।”

আজ দেশজুড়ে দিব্য কাশী, ভব্য কাশী’-র কর্মসূচি নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারাণসীতে নবনির্মিত কাশী বিশ্বনাথ ধামের করিডোর উদ্বোধন করবেন। দিনটিকে স্মরণীয় রাখতে রাজ্যে-রাজ্যে আজ শিব সাধনা করছে বিজেপি। বাদ পড়েনি পশ্চিমবঙ্গও। সেই অনুষ্ঠানের সঙ্গে সঙ্গতি রেখেই বর্ধমানের ১০৮ শিবমন্দিরে অনুষ্ঠানের আয়োজন করে তারা।

প্রসঙ্গত, কাশী বিশ্বনাথ (Kashi Vishwanath Temple) সহ হাজার হাজার মন্দিরের জন্য যেমন একদিকে বিখ্যাত বারাণসী(Varanasi), তেমনই বিখ্যাত তাদের সরু গলির জন্যও। গঙ্গার ঘাট থেকে বিশ্বনাথ মন্দিরে আসার জন্য দর্শনার্থীদের যাতায়াত করতে হত ছোট্ট গলির মধ্যে দিয়েই, কিন্তু এবার থেকে ঝা চকচকে রাস্তায় যাতায়াত করবেন তারা। আজ, সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)-র হাত ধরেই উদ্বোধন হয় কাশী বিশ্বনাথ করিডরের (Kashi Vishwanath Corridor)। কেন্দ্রের দাবি, প্রধানমন্ত্রীর স্বপ্নের এইপ্রকল্পের মাধ্যমে রূপ বদলে ফেলা হয়েছে বারাণসীর।

করিডর তৈরির আগে, কাশী বিশ্বনাথ মন্দিরটি গঙ্গা থেকে সরাসরি দেখা যেত না। ২০-২৫ ফুট চওড়া এই করিডরটি গঙ্গার ললিতা ঘাট (Lalita Ghat) থেকে মন্দির চককে সংযুক্ত করবে। পুণ্যার্থীরা গঙ্গাস্নান সেরেই সরাসরি কাশী বিশ্বনাথ মন্দিরের জ্যোতির্লিঙ্গকে শ্রদ্ধা জানাতে পারবেন। নতুন করিডরে এখন ঘাট থেকে সরাসরি মন্দির দেখা যাবে। এছাড়া, কাশী বিশ্বনাথ করিডরের আগে, ঘাট থেকে মন্দিরে যেতে একাধিক অলি-গলিই ভরসা ছিল। কিন্তু নতুন পরিকল্পনায় কাশী বিশ্বনাথ মন্দিরের বিশাল চত্বর সহ নিজস্ব একটি এলাকা থাকবে।

আরও পড়ুন: Mamata in Goa: ‘ভোট ভাগাভাগি করতে নয়, ভোট ঐক্যবদ্ধ করতে গোয়ায় এসেছি’