দিলীপ ঘোষের রোড-শো ঘিরে ধুন্ধুমার, তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত রসিকপুর
দিলীপ ঘোষের (Dilip Ghosh)-এর রোড-শো ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি রসিকপুরে
পূর্ব বর্ধমান: দিলীপ ঘোষের (Dilip Ghosh)-এর রোড-শো ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। এবার বিজেপি রাজ্য সভাপতির রোড-শো কে কেন্দ্র করে তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তপ্ত বর্ধমানের রসিকপুর। দু’পক্ষের হাতাহাতিতে আহত হলেন বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নেমেছে বিশাল পুলিশ বাহিনী। রয়েছে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা।
মঙ্গলবার বর্ধমান শহরে রোড-শো করছিলেন দিলীপ ঘোষ। অভিযোগ, সেই রোড-শো রসিকপুরে ঢুকতেই তৃণমূলের তরফে দিলীপ ঘোষকে ‘গো-ব্যাক’ স্লোগান দেওয়া হয়। মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়। পরস্পরের উদ্দেশে দুই পক্ষ শুরু করে ইটবৃষ্টি। এর পর হাতাহাতি ও লাঠি নিয়ে খণ্ডযুদ্ধ বেধে যায়। তৃণমূলের অভিযোগ, তাদের দলীয় কার্যালয় ভেঙে দেওয়া হয়েছে। অন্যদিকে বিজেপির অভিযোগ, বিনা প্ররোচনায় তাদের উপর হামলা চালিয়েছে তৃণমূল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল কেন্দ্রীয় বাহিনী নামে রাস্তায়। আপাতত পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে খবর। প্রসঙ্গত, একাধিকবার দিলীপ ঘোষের রোড-শো, কনভয় ঘিরে হামলার ঘটনা ঘটেছে। এর আগে গত ৭ এপ্রিল কোচবিহারের শীতলকুচিতে আক্রান্ত হন দিলীপবাবু। শীতলকুচির কলেজ মাঠের পাশে তাঁর কনভয়ে অতর্কিত হামলা হয়। অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির রাজ্য সভাপতর গাড়ি ভাঙচুর হয়। প্রবল ইটবৃষ্টিতে গাড়ির ভিতর মাথায় হেলমেট পরতে দেখা যায় দিলীপবাবুকে।