AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Awas Yojona: আবাস যোজনায় ‘বেনিয়ম’, আর্থ-সামাজিক ছবি তুলে ‘গলদ’ বোঝালেন রাজ্যের মন্ত্রী

Purba Burdwan: সদ্য প্রকাশিত আবাস যোজনার তালিকায় রায়না-২ পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিকের ছেলে তন্ময় মালিকের নাম থাকায় তিনি তা বাদ দেওয়ার জন্য আবেদন করেন।

Awas Yojona: আবাস যোজনায় 'বেনিয়ম', আর্থ-সামাজিক ছবি তুলে 'গলদ' বোঝালেন রাজ্যের মন্ত্রী
পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার
| Edited By: | Updated on: Dec 18, 2022 | 10:35 PM
Share

পূর্ব বর্ধমান: রাজ্যের বিভিন্ন জায়গায় আবাস যোজনা নিয়ে একাধিক বেনিয়মের অভিযোগ উঠেছে। প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় এই সংখ্যাটা কয়েক হাজার ছুঁয়েছে। যদিও এ নিয়ে স্পষ্ট করে জেলা প্রশাসন মুখ খোলেনি। তবে প্রশাসনিক আধিকারিকরা পাড়ায় পাড়ায় ঘুরে আবাস যোজনার তালিকা খতিয়ে দেখছেন। তাতেই একাধিক বেনিয়মের অভিযোগ উঠে আসছে। অনেকেই নাম বাতিলের আবেদনও জানিয়েছেন। রায়না-১ পঞ্চায়েত সমিতির সভাপতির পর  রায়না-২ পঞ্চায়েত সমিতির সভাপতি তাঁর ছেলের নাম আবাস যোজনার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য আবেদন করেছেন বলে সূত্রের খবর। এ নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। ধরা পড়ে গিয়ে মুখ বাঁচাতে এই নাম বাদ দেওয়ার হিড়িক বলে দাবি করেছে। রবিবার পূর্ব বর্ধমানের বাদুলিয়া মেলায় গিয়েছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। মন্ত্রী প্রদীপ মজুমদারের যুক্তি, “চার বছর আগে যে তালিকা তৈরি হয়েছিল, অনেক পরে হলেও তা অনুমোদিত হয়েছে। কিন্তু এই চার বছরের মধ্যে অনেক মানুষের আর্থ- সামাজিক পরিস্থিতির পরিবর্তন ঘটেছে।”

একইসঙ্গে তিনি বলেন, “প্রথম ভাগে ১১ লক্ষ ৩৪ হাজার নাম এসেছে। এই তালিকা অনুমোদন হওয়ার সময় বেশ কিছু শর্ত দিয়েছে কেন্দ্রীয় সরকার।  এই সব শর্ত না মানলে আবার কেন্দ্রীয় দল আসবে। টাকা পাওয়া আরও বিলম্বিত হবে। তা হলে এত গরিব মানুষের ক্ষতি হবে। সেটা আমরা চাইতে পারি না।” এই অবস্থায় যাঁরা এই সুযোগ পাওয়ার উপযুক্ত নন, তাঁদের নাম বাদ দিয়েই তালিকা তৈরি করা হবে। আর যত নাম বাদ যাবে, তার বদলে সমসংখ্য়ক গরিব মানুষ যাতে প্রকল্পের সুবিধা পান, সেই আবেদনও কেন্দ্রের কাছে করা হবে বলে জানান তিনি।

সদ্য প্রকাশিত আবাস যোজনার তালিকায় রায়না-২ পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিকের ছেলে তন্ময় মালিকের নাম থাকায় তিনি তা বাদ দেওয়ার জন্য আবেদন করেন। গত সপ্তাহেরই ঘটনা। অন্যদিকে রায়না-১ পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না মোহন্তও তাঁর নিজের নাম আবাস যোজনার তালিকা থেকে বাদ দেন। পরে বর্ধমান-১ ব্লকের রায়না-১ পঞ্চায়েতের সদস্য ফতেমা বিবি শেখও একই পথে হাঁটেন। আবাস যোজনা তালিকায় নাম ছিল ফতেমা বিবি শেখের। তিনিও নিজেই উদ্যোগী হয়ে তালিকা থেকে নাম বাদ দেন।

অবশ্য এই এগিয়ে এসে নাম বাদ দেওয়ার উদ্যোগ নিয়ে কটাক্ষ করছে বিজেপি। জেলা বিজেপির সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, “পঞ্চায়েত মন্ত্রী শিল্পপতিদের সঙ্গে ওঠাবসা করেন। তিনি কী করে জানবেন গ্রামের কী অবস্থা? আর্থ সামাজিক উন্নতি এই রাজ্যের মানুষের হয়নি। তাঁরা পরিযায়ী শ্রমিকের মত বাইরের রাজ্যে কাজে যান। শুধুমাত্র তৃণমূল নেতাদের উন্নতি হয়েছে।”