TV9 বাংলা ডিজিটাল: রাস্তায় ‘জয় শ্রীরাম’ লিখছে বিজেপি। তাতে যে রামচন্দ্রের অপমান হচ্ছে সেটা বুঝতে পারছে না। রবিবার এভাবেই গেরুয়া শিবিরের বিরুদ্ধে সরব হলেন পূর্ব বর্ধমানের তৃণমূল জেলা সভাপতি স্বপন দেবনাথ।
রবিবার বিজয়রামে দলীয় এক কর্মসূচিতে অংশ নিয়ে স্বপনবাবু বলেন, রাজনীতি করতে গিয়ে রামচন্দ্রের নামের অপমান করে ফেলছে বিজেপি। রাস্তায় জয় শ্রীরাম লিখছে। অথচ সেই রাস্তা ধরে মানুষ হেঁটে যাচ্ছেন, গাড়ি ঘোড়া যাচ্ছে। কত নোংরা পড়ছে। রামচন্দ্র কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। রাজনীতির স্বার্থে এভাবে তাকে অপমান করার অর্থ কী।