Dilip Ghosh: যোগী রাজ্যে তৃণমূলকে সুযোগ সপার, খোঁচা দিলীপের

TMC: তৃণমূলের মুখপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সপার শীর্ষ নেতা অখিলেশ যাদব সম্প্রতি এক বৈঠকে বসেন। দলের নেতাদের নিয়ে সে বৈঠক হয়। তাতেই ঠিক হয়েছে, উত্তর প্রদেশে একটি আসন তৃণমূলের জন্য ছাড়বেন তাঁরা। তবে সেটা কোন আসন, কে বা লড়বে তা এখনও চূড়ান্ত হয়নি বলেই খবর।

Dilip Ghosh: যোগী রাজ্যে তৃণমূলকে সুযোগ সপার, খোঁচা দিলীপের
অখিলেশ যাদব ও মমতা বন্দ্যোপাধ্য়ায়।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 30, 2023 | 9:03 PM

পূর্ব মেদিনীপুর: উত্তর প্রদেশে সমাজবাদী পার্টি (সপা) তৃণমূলকে একটি আসন ছাড়তে চায়। শনিবার এ খবর প্রকাশিত হয়েছে তৃণমূলের মুখপত্রে। যা নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষের খোঁচা, কার কী লাভ হবে? তেলে-জলে কখনও মেশে নাকি? দিলীপ ঘোষ বলেন, “উত্তর প্রদেশে কি তৃণমূল আছে নাকি বাংলায় সমাজবাদী পার্টি আছে? এই ধরনের সমঝোতা হবে কীভাবে।”

তৃণমূলের মুখপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সপার শীর্ষ নেতা অখিলেশ যাদব সম্প্রতি এক বৈঠকে বসেন। দলের নেতাদের নিয়ে সে বৈঠক হয়। তাতেই ঠিক হয়েছে, উত্তর প্রদেশে একটি আসন তৃণমূলের জন্য ছাড়বেন তাঁরা। তবে সেটা কোন আসন, কে বা লড়বে তা এখনও চূড়ান্ত হয়নি বলেই খবর।

সপার অন্যতম শীর্ষনেতা কিরণময় নন্দ জানান, ইতিমধ্যেই এ বিষয়ে তৃণমূলকে জানানো হয়েছে। সপাও রয়েছে ইন্ডিয়া জোটে। এই পদক্ষেপ জোটকে আরও সুদৃঢ় করবে বলেই মত কিরণময় নন্দের। তবে এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই বিরোধীরা কটাক্ষ করতে শুরু করেছে। বিজেপির বক্তব্য, যে রাজ্যে তৃণমূলের কোনও সংগঠনই নেই, সেখানে আসন পেল কী পেল না, ভোটে লড়ল কি লড়াই করল না সেটা নিয়ে আলোচনা করাই বৃথা।