AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Digha Jagannath Temple: উপচে পড়ছে টাকা, দু’সপ্তাহেই দিঘার জগন্নাথ মন্দিরের প্রণামী বাক্স কতটা ভরল জানেন?

Digha Jagannath Temple: মন্দির কমিটি জানিয়েছে, এই টাকা আগামী দিনে মন্দিরে উন্নয়ন কাজেই ব্যবহার করবে তারা। তারা আরও জানিয়েছে, শুধুমাত্র রথযাত্রা ঘিরেই ওই সময়কালে ১২ লক্ষেরও অধিক পুণ্যার্থী সেখানে এসেছিল।

Digha Jagannath Temple: উপচে পড়ছে টাকা, দু'সপ্তাহেই দিঘার জগন্নাথ মন্দিরের প্রণামী বাক্স কতটা ভরল জানেন?
দিঘার জগন্নাথ মন্দিরImage Credit: Getty Image
| Updated on: Jul 20, 2025 | 7:07 PM
Share

দিঘা: রথযাত্রা মিটেছে অনেকদিন। পুরীকে দিঘা কতটা টেক্কা দিতে পেরেছে, তা বিতর্কের বিষয়। কিন্তু ওয়াকিবহাল মহল বলছে, বিতর্ক পাশে সরিয়ে রেখেও, একটা প্রসঙ্গ নিশ্চিত করে বলা যায়, তা হল রাজ্যের অর্থনীতিতে এখন গুরুত্বপূর্ণ অংশ এই দিঘা।

টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুযায়ী, প্রথম রথযাত্রায় বিরাট আয় হয়েছে সৈকত শহরের। দু’সপ্তাহব্যাপী উৎসবে ভরেছে স্থানীয় ব্যবসায়ীদের পকেট। ব্যবসা হয়েছে ১০০ কোটি টাকার। এমনকি আয় বেড়েছে মন্দিরেরও। ভরেছে প্রণামী বাক্স।

সেই প্রতিবেদন তরফে জানা গিয়েছে, এই দু’সপ্তাহব্যাপী উৎসবে দিঘার সদ্য নির্মিত জগন্নাথ মন্দিরের প্রণামী বাক্সে পড়েছে মোট ১৭ লক্ষ টাকা। মন্দির কমিটি জানিয়েছে, এই টাকা আগামী দিনে মন্দিরে উন্নয়ন কাজেই ব্যবহার করবে তারা। তারা আরও জানিয়েছে, শুধুমাত্র রথযাত্রা ঘিরেই ওই সময়কালে ১২ লক্ষেরও অধিক পুণ্যার্থী সেখানে এসেছিল।

মন্দিরের প্রণামী বাক্স ভরেছে। বেড়েছে পর্যটন। বেড়েছে স্থানীয়দের ব্যবসাও। সাধারণ ভাবে জুন মাস মানে দিঘায় ‘অফ-সিজন’। তপ্ত আবহের কারণে এই সময়কালে সৈকত শহরে ভিড় থাকে না বললেই চলে। গুটিকতক পর্যটক আসেন। তবে তাও বেশিদিনের জন্য নয়। ফলত হোটেল ব্যবসায়ী থেকে সমুদ্রের ধারে স্টল নিয়ে বসা স্থানীয়, পকেটে টান পড়ে প্রত্যেকেরই। পর্যটন নেই, আয়ও নেই।

তবে চলতি বছরটা একটু অন্যরকম। দিঘার আর শুধুমাত্র জলকেলি বা সমুদ্র উপভোগ করার জায়গা নেই। এই বছরেই সেখানে উদ্বোধন হয়েছে নতুন জগন্নাথ মন্দির। যা সেখানকার পর্যটন দিয়েছে নতুন মাত্রা। ফলত, দিঘায় এখন গোটা বছরই অন-সিজন। আর তার ফলও দেখা গেল রথযাত্রাকালীন সময়ে। আয় হল কোটি কোটি টাকা।