বন্ধ দোকানে দাউ দাউ আগুন, ক্ষতির হিসাব কষতে বসে কপালে হাত ব্যবসায়ীর

আংশিক লকডাউনের (COVID-19) কারণে সন্ধ্যার পর থেকেই বাজারের দোকানপাট বন্ধ রাখা হয়।

বন্ধ দোকানে দাউ দাউ আগুন, ক্ষতির হিসাব কষতে বসে কপালে হাত ব্যবসায়ীর
নিজস্ব চিত্র।
Follow Us:
| Updated on: May 08, 2021 | 6:56 AM

পূর্ব মেদিনীপুর: দাউ দাউ আগুন (Fire) তমলুকের বড় বাজারে। ক্ষতিগ্রস্ত হয় বাজারের একটি বৈদ্যুতিক সরঞ্জামের দোকানে। শুক্রবার রাতে এই ঘটনা ঘটেছে। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগে। দমকলের তিনটি ইঞ্জিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, আংশিক লকডাউনের কারণে রাতে সন্ধ্যার পর বাজারের প্রায় সব দোকানপাটই বন্ধ করে দেওয়া হয়। বড় বাজারের দোকানগুলিও বন্ধই ছিল। রাত ন’টা নাগাদ একটি বৈদ্যুতিন সরঞ্জামের দোকান থেকে আগুন বের হতে দেখেন এলাকার লোকজন। হইচই পড়ে যায় এলাকায়। খবর দেওয়া হয় দমকলে।

আরও পড়ুন: হোটেল থেকে সামান্য দূরেই রক্তে ভাসছিলেন ব্যবসায়ী, উদ্ধার দেহ

তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল দমকলের ইঞ্জিন আসার আগেই আগুনের গ্রাসে চলে যায় দোকানের একটা বড় অংশ। দোকানের অধিকাংশ জিনিসই পুড়ে যায়। তড়িঘড়ি দমকলের ইঞ্জিন এসে পৌঁছনোয় আগুন ছড়িয়ে পড়া আটকানো যায়। তবে ওই দোকানে থাকা কম্পিউটারের প্রিন্টার-সহ অধিকাংশ জিনিসই পুড়ে যায়। ঘটনাস্থলে পৌঁছয় তমলুক থানার পুলিশ। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। কী ভাবে এই আগুন লাগল তা খতিয়ে দেখছে তমলুক থানার পুলিশ।