AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘১৬ ফেব্রুয়ারির পর আপনার বাড়িতেই পদ্ম ফোটাব’, মমতার পরিবারের কাকে দলে টানছেন শুভেন্দু?

মমতা কি নিজের ঘরেই আস্থা হারাচ্ছেন? কার কথা বললেন শুভেন্দু?

'১৬ ফেব্রুয়ারির পর আপনার বাড়িতেই পদ্ম ফোটাব', মমতার পরিবারের কাকে দলে টানছেন শুভেন্দু?
নিজস্ব চিত্র
| Updated on: Jan 25, 2021 | 5:44 PM
Share

পূর্ব মেদিনীপুর: ‘১৬ ফেব্রুয়ারির পর আপনার বাড়িতেই পদ্ম ফোটাব।’ তমলুকের মঞ্চ থেকে এবার তৃণমূল যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)ওপেন চ্যালেঞ্জ দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

একথা অবশ্য আগেও শুভেন্দুর মুখে শোনা গিয়েছে। খড়দার সভা থেকেই শুভেন্দু অভিষেকের উদ্দেশে বলেছিলেন, ‘এবার তোমার ঘরেই পদ্ম ফোটাব।’ তারও আগে বলেছিলেন, ‘হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢুকেই পদ্ম ফোটাব’। একের পর এক চ্যালেঞ্জ শুভেন্দুর। টার্গেট মমতা-পরিবার। তবে এবার দিনক্ষণ নির্দিষ্ট করে দিলেন।

তবে রাজনৈতিক মহলে এ গুঞ্জন কিন্তু শোনা যাচ্ছে বেশ কয়েক মাস ধরেই। দৃশ্যতা তা স্পষ্ট হয়ে ওঠে জানুয়ারিতেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক কালের বেশ কয়েকটি মন্তব্যে জল্পনা তৈরি হয়। প্রকাশ্যেই সাংবাদিকদের তিনি বলেছিলেন, “আগামী দিনে কী হবে, তা এখনও বলা যায় না। কাল কী করব, আমি তাও জানি না।” এরপর প্রশ্ন উঠতে শুরু করে. তাহলে কী কার্তিকের ওপর ভরসা করেই কালীঘাটে পদ্ম ফোটানোর চ্যালেঞ্জ ছুড়ছেন শুভেন্দু।

মমতা কি নিজের ঘরেই আস্থা হারাচ্ছেন? রাজনীতির কুশীলবদের মধ্যে ঘোরপাক খেতে থাকে প্রশ্ন। শুভেন্দু এদিন ফের দিন নির্ধারণ করে চ্যালেঞ্জ ছোড়ার পর যেন পালে হাওয়া লাগল! তবে কী ১৬ ফেব্রুয়ারির পর বিজেপিতে যোগ দিচ্ছেন কার্তিকই?

কুলতলির মঞ্চ থেকে অভিষেকের গোটা বক্তৃতার সিংহভাগ জুড়ে ছিলেন শুভেন্দু। এদিন ঠিক তারই পাল্টা সভা দেখল তমলুক। শুভেন্দু বলেন, “জেলের মধ্যে সুদীপ্ত সেনকে দিয়ে চিঠি লেখানো হয়েছিল। তাতে নাম ছিল বিমান বসু, অধীরের। অভিষেক জানেন না বিমান বসুক জীবনযাপন সম্পর্কে।” এরপর ‘তোলাবাজ ভাইপো’র বিরুদ্ধে প্রশ্ন ছোড়েন, “থাইল্যান্ডের ব্যাঙ্কে মাসে ৩৬ লক্ষ টাকা কীভাবে ঢোকে? বিনয় মিশ্রর নাম বলছেন না কেনো?” শুভেন্দুর সংযোজন, “বলছে আমাকে তোয়ালে মুড়িয়ে কী যেন নিতে দেখা গিয়েছে, তাহলে ফিরহাদ, সৌগত, কাকলিদের কী বলবেন?”

আরও পড়ুন: ‘দেবলীনা, সায়নীকে ছুঁয়ে দেখা, কী অবস্থা করি’, হুঙ্কার মমতার

অভিষেককে নিশানা করে শুভেন্দু আরও বলেন, ” নেতাজির জন্মস্থান নিয়েও ভুল তথ্য দিয়েছেন ভাইপো। বাংলায় নয় নেতাজি কটকে জন্মেছিলেন। নেতাজি পুরুষোত্তম রামের উপাসক ছিলেন।” বলেন, “মোদীজীর নেতৃত্বে সোনার বাংলা গড়ব।” শুভেন্দু এদিন আরও একবার স্লোগান তোলেন, “হরে কৃষ্ণ হরে হরে, বিজেপি ঘরে ঘরে।”