Haldia TMC: ফের তাপসী, বিজেপি ছাড়ার ১ বছরের মাথায় আবারও তাঁকে ‘উপহার’ দিল TMC

TMC: রাজ্য়ে তৃণমূলের কোর কমিটি এতদিন ছিল বীরভূমে। তবে এবার শিল্পতালুক হলদিয়ায় তৃণমূল শ্রমিক সংগঠনের ক্ষেত্রেও বীরভূম মডেল। সেখানে গড়া হয়েছে জেলা কোর কমিটি। সেই কোর কমিটিতে কোনও সভাপতি রাখা হয়নি। শুধু রাখা হয়েছে চেয়ারপার্সন। আর ভরসা করা হয়েছে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া তাপসী মণ্ডলের উপর।

Haldia TMC: ফের তাপসী, বিজেপি ছাড়ার ১ বছরের মাথায় আবারও তাঁকে উপহার দিল TMC
তাপসী মণ্ডলImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 06, 2026 | 10:28 PM

পূর্ব মেদিনীপুর:  হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল গত বছরের মার্চ মাসে বিজেপি ছেড়েছিলেন। যোগদান করেছিলেন তৃণমূলে। আর শাসকদলে যোগদানের তিন দিনের মধ্যেই বড় পদ পেয়েছিলেন তিনি। তাঁকে রাজ‍্যের নারী ও শিশু কল্যাণ এবং সমাজকল্যাণ দফতরের চেয়ারম্যান করা হয়েছিল। সেই তাপসী পেলেন তৃণমূলের আরও বড় দায়িত্ব। এবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির চেয়ারপার্সন করা হল তাঁকে।

রাজ্য়ে তৃণমূলের কোর কমিটি এতদিন ছিল বীরভূমে। তবে এবার শিল্পতালুক হলদিয়ায় তৃণমূল শ্রমিক সংগঠনের ক্ষেত্রেও বীরভূম মডেল। সেখানে গড়া হয়েছে জেলা কোর কমিটি। সেই কোর কমিটিতে কোনও সভাপতি রাখা হয়নি। শুধু রাখা হয়েছে চেয়ারপার্সন। আর ভরসা করা হয়েছে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া তাপসী মণ্ডলের উপর।

উল্লেখ্য, এর আগেও হলদিয়ায় শ্রমিক সংগঠনে কোর কমিটি ছিল। আসানসোলে সেই কোর কমিটি ছিল। এবার হলদিয়া এবং আসানসোল দু’টি ক্ষেত্রেই কোর কমিটি গঠন করা হয়েছে। মূলত, গোষ্ঠী কোন্দল রুখতেই হলদিয়ায় ফের ভরসা বীরভূম মডেলেই।

কে কোন দায়িত্ব পেয়েছেন?

তাপসী মণ্ডল-চেয়ারম্যান
শ্যামল মাইতি-কনভেনার
অসীম শঙ্কর মাইতি-মেম্বার
উৎপল বেরা-সদস্য
রফিকুল হাসান-সদস্য
রাকিবুল খান-সদস্য
গৌতম কোটাল-সদস্য
মুস্তাক আলি দিন-সদস্য

কেন তাপসীর উপরই এত দায়িত্ব?

২০২১ সালে বিজেপির টিকিটে হলদিয়া থেকে লড়েছিলেন তাপসী মণ্ডল। তারপর জয়ীও হন তিনি। তবে ক্রমেই দূরত্ব বাড়ছিল তাঁর দলের সঙ্গে। এরপর ১০ মার্চ তৃণমূলের যোগদান করেন তিনি। মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত থেকে তুলে নেন ঘাসফুলের পতাকা। মূলত, তাপসী ওই এলাকার মেয়ে। তৃণমূল স্তরের রাজনীতি তিনি ভাল করে বোঝেন। কানাঘুষো শোনা যায়, এলাকায় ক্রমেই বাড়ছিল শ্রমিক অসন্তোষ। আর সব কিছু বন্ধ করতেই স্থানীয় নেত্রীর উপরই আবারও ভরসা তৃণমূলের।