Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নন্দীগ্রামে মমতাকে হারালেই আসল পরিবর্তন, শুভেন্দু জিতছেন: অমিত শাহ

“বাংলায় নিশ্চিতভাবে বিজেপি ক্ষমতায় আসবে। অনেক বেশি ব্যবধানে নন্দীগ্রাম থেকে জিতবেন শুভেন্দু অধিকারী।” নন্দীগ্রামে প্রচারের শেষ দিন রোড শো করার পর রেয়াপাড়ার বিজেপি পার্টি অফিসে সাংবাদিক বৈঠকে বললেন অমিত শাহ (Amit Shah)। তাঁর কথায়, "নন্দীগ্রামে মমতা দিদিকে হারালেই বাংলায় পরিবর্তন হবে।''

নন্দীগ্রামে মমতাকে হারালেই আসল পরিবর্তন, শুভেন্দু জিতছেন: অমিত শাহ
অলঙ্করণ - অভীক দেবনাথ
Follow Us:
| Updated on: Mar 30, 2021 | 6:35 PM

পূর্ব মেদিনীপুর: “বাংলায় নিশ্চিতভাবে বিজেপি ক্ষমতায় আসবে। অনেক বেশি ব্যবধানে নন্দীগ্রাম থেকে জিতবেন শুভেন্দু অধিকারী।” নন্দীগ্রামে প্রচারের শেষ দিন রোড শো করার পর রেয়াপাড়ার বিজেপি পার্টি অফিসে সাংবাদিক বৈঠকে বললেন অমিত শাহ (Amit Shah)। তাঁর কথায়, “নন্দীগ্রামে মমতা দিদিকে হারালেই বাংলায় পরিবর্তন হবে।”

এদিনের সাংবাদিক সম্মেলনে অমিত শাহ বলেন, ‘রাজ্যের মানুষ পরিবর্তন চাইছেন। তবে এই পরিবর্তন করার একটা সহজ উপায় রয়েছে। নন্দীগ্রামে মমতা দিদিকে হারাতে পারলে নিজে থেকেই রাজ্যে পরিবর্তন হবে। আর শুধু হারালেই হবে না। হারাতে হবে বিপুল ব্যবধানে।’

অমিত শাহ আরও বলেন, বাংলার মানুষ চায় সিএএতে নাগরিকত্ব। বেকারদের কর্মসংস্থান, শিল্পায়ন এবং নারী নিরাপত্তার স্বার্থে বাংলার মানুষ বিজেপিকে বিশাল সংখ্যাগরিষ্ঠতা দেবেন। বাংলায় শুরু হবে আসল পরিবর্তন। এদিনের সভা থেকে শুভেন্দু অধিকারীকে জেতানোর আহ্বান জানিয়ে অমিত শাহ বলেন, বাংলার পরিবর্তনে নেতৃত্ব দেবে নন্দীগ্রাম।

বাংলায় কোনও মুখ্যমন্ত্রী মুখ নিয়ে তারা লড়তে চায় না বলে ঘোষণা করেছে বিজেপি। তবে বারবার তাদের মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে ভেসে উঠেছে একাধিক নাম। এর মধ্যে অন্যতম নাম অবশ্যই শুভেন্দু অধিকারী। একুশের ভোটে বিজেপি যদি জয় পায় এবং নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী ভোটে পরাস্ত করলে তিনি মুখ্যমন্ত্রিত্বের প্রধান দাবিদার হয়ে উঠতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এই প্রেক্ষিতে অমিত শাহের মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

এদিকে সোমবার রাতে নন্দীগ্রামের তেঁতুলবাড়িতে এক বিজেপি কর্মীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। শুভেন্দু অধিকারীর হয়ে প্রচার সেরে রাতে বাড়ি ফিরে ওই বিজেপি কর্মী দেখেন স্ত্রীকে হাত -পা বেঁধে কেউ মাটিতে ফেলে রেখে গিয়েছে। গলায় পেঁচানো রয়েছে দড়ি। তাঁকে উদ্ধার করে তমলুক হাসপাতালে ভর্তি করা হয়েছে। যা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য, “নন্দীগ্রামে মমতা দিদি যেখানে বাড়ি ভাড়া নিয়ে আছেন তার ৫ কিলোমিটারের মধ্যে এক মহিলা ধর্ষণের শিকার হয়েছেন।এতেই বোঝা যায় রাজ্যে নারী নিরাপত্তার অবস্থাটা ঠিক কী।” মুখে নারী নিরাপত্তার কথা বললেও মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায় বলেও কটাক্ষ শানান তিনি। কোন মুখে বাংলায় নারী নিরাপত্তার কথা বলেন মমতা?

আরও পড়ুন: টেপের সত্যতা স্বীকার মমতার, বললেন, ‘ভাইরাল করাটা অপরাধ’, পাল্টা প্রলয়ের দাবি, ‘ওটা দল করেছে’

শাহের মুখে শোনা যায় নিমতার বৃদ্ধার মৃত্যুর প্রসঙ্গও। এছাড়া কয়লা কাণ্ড নিয়েও মন্তব্য করতে শোনা গিয়েছে অমিত শাবকে। নন্দীগ্রামে গিয়ে মমতার আহত হওয়া প্রসঙ্গে TV9 বাংলাকে বললেন অমিত শাহ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল বুলেটিন সামনে আসুক।’সেই সঙ্গে যোগ করেন, তোলাবাজি, সিএএম, হিংসার ইস্যুকে হাতিয়ার করেই নির্বাচনে লড়বে বিজেপি।”