West Bengal Assembly Election 2021: মক ইভিএম নিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ খেজুরিতে
Assembly Election 2021: টিভি নাইন বাংলার ক্যামেরা দেখেই সুর বদল অভিযুক্তদের।
পূর্ব মেদিনীপুর: ভোট শুরু হতেই খেজুরিতে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল। অভিযোগের আঙুল তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূলের দাবি, নতুন ভোটারদের বুঝিয়ে দিচ্ছিলেন তারা।
খেজুরি বিধানসভার দক্ষিণ কণ্ঠিবাড়ির ৯৭ নম্বর বুথ। অভিযোগ, সেই ভোটগ্রহণ কেন্দ্রে যাওয়ার পথে তৃণমূলের দুই সদস্য ভোটারদের প্রভাবিত করার জন্য মক ইভিএম নিয়ে বসে ছিলেন। সংবাদমাধ্যমকে দেখেই এলাকা ছাড়তে উদ্যত হন। যদিও এ বিষয়ে ওই দুই তৃণমূল কর্মীর বক্তব্য, “আমরা কাউকে প্রভাবিত করিনি। অনেক নতুন ভোটার আছে, তাদের বলে দিচ্ছিলাম কী ভাবে ভোট দিতে হবে।”
শনিবার প্রথম দফার ভোটে ৩০টি আসনে ভোটগ্রহণ চলছে। এরমধ্যে পূর্ব মেদিনীপুরে রয়েছে সাতটি আসন। সকাল থেকেই জেলার একাধিক কেন্দ্র থেকে ভোটসংক্রান্ত নানা অভিযোগ আসছে। কোথাও ইভিএম খারাপ, কোথাও আবার ইভিএমের উপর আলো নেই, কোথাও আবার ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে। এবার ভোটারদের প্রভাবিত করারও অভিযোগ।