West Bengal Assembly Election 2021 Phase 2: পরিস্থিতি খতিয়ে দেখতে বয়ালের বুথে নগেন্দ্র ত্রিপাঠী, বেরিয়ে এলেন মমতা

ঋদ্ধীশ দত্ত |

Apr 01, 2021 | 4:02 PM

বহিরাগতরা ঢুকে ছাপ্পা ভোট করাচ্ছে’, সকাল থেকেই এই অভিযোগ তুলছিল তৃণমূল (TMC) শিবির। দুপুর গড়াতেই খবর পেয়ে সেখানে ছুটে যান নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী তথা দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

West Bengal Assembly Election 2021 Phase 2: পরিস্থিতি খতিয়ে দেখতে বয়ালের বুথে নগেন্দ্র ত্রিপাঠী, বেরিয়ে এলেন মমতা
বয়ালে মমতা

Follow Us

পূর্ব মেদিনীপুর: রাজ্যপাল জগদীপ ধনখড়ের নির্দেশ পাওয়ার পরই বয়ালের ৭ নম্বর বুথে পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বললেন আইপিএস নগেন্দ্রনাথ ত্রিপাঠী। তাঁর সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনা করার পরই উত্তেজনাপ্রবণ ওই বুথ থেকে বেরিয়ে আসেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী। এর পাশাপাশি নন্দীগ্রামের পরিস্থিতি নিয়ে খোঁজ নেন ডেপুটি নির্বাচন কমিশন সুদীপ জৈন।

‘বহিরাগতরা ঢুকে ছাপ্পা ভোট করাচ্ছে’, সকাল থেকেই এই অভিযোগ তুলছিল তৃণমূল (TMC) শিবির। দুপুর গড়াতেই খবর পেয়ে সেখানে ছুটে যান নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী তথা দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে পাশে পেয়ে বিক্ষোভে ফেটে পড়ন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। বুথে উপস্থিত কেন্দ্রীয় বাহিনী তৃণমূল ও বিজেপি শিবিরকে ছত্রভঙ্গ করে। প্রায় এক ঘণ্টা সময় পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে বেরিয়ে আসেন মমতা।

প্রসঙ্গত, নির্বাচন অবাধ হচ্ছে না বলে ওই বুথে বসেই রাজ্যপালের কাছে ফোন করে নালিশ জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, “ভোটে অশান্তি হচ্ছে। অবাধ ভোট হচ্ছে না।” রাজ্যপালকে ফোন করে তিনি আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলেন। এর কিছুক্ষণের মধ্যেই পালটা টুইট করেন রাজ্যপাল। তিনি লেখেন, “কিছুক্ষণ আগেই ফোনে মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্যার কথা তুলেছিলেন তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের তরফেও আইনশৃঙ্খলা রক্ষার আশ্বাস দেওয়া হয়েছে। আমার বিশ্বাস প্রত্যেকে সঠিক চেতনা এবং আন্তরিকতার সঙ্গে কাজ করবেন যাতে গণতন্ত্র সমৃদ্ধ হয়।” এরপরই ওই বুথে গিয়ে পৌঁছন নগেন্দ্রনাথ ত্রিপাঠী।

আরও পড়ুন:

 

Next Article