Police Injured: ডিউটির সময় ধাক্কা মারল গাড়ি, পুরুলিয়ায় আহত চার পুলিশকর্মী

Anirban Banerjee | Edited By: অংশুমান গোস্বামী

Jan 01, 2024 | 9:03 AM

জানা গিয়েছে, গতকাল রাতে পেট্রোলিং করার জন্য বেরিয়েছিলেন ডিএসপি (ট্রাফিক)-সহ চার পুলিশকর্মী। রাঘবপুর মোড়ে অপরদিক থেকে এক্সাসাইজ ডিপার্টমেন্টের একটি বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে কর্তব্যরত পুলিশকর্মীদের। এই ঘটনায় গুরুতর জখম হন ডিএসপি (ট্রাফিক) সহ চার পুলিশ কর্মী।

Police Injured: ডিউটির সময় ধাক্কা মারল গাড়ি, পুরুলিয়ায় আহত চার পুলিশকর্মী
আহত পুলিশকর্মী
Image Credit source: TV9 Bangla

Follow Us

পুরুলিয়া: পথ দুর্ঘটনায় আহত ডিএসপি (ট্রাফিক)-সহ চার পুলিশকর্মী। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে পুরুলিয়া-বাঁকুড়া জাতীয় সড়কে। পুরুলিয়া শহরের রাঘবপুর মোড়ে এই দুর্ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে অন্যত্র রেফার করা হয়। জানা গিয়েছে, গতকাল রাতে পেট্রোলিং করার জন্য বেরিয়েছিলেন ডিএসপি (ট্রাফিক)-সহ চার পুলিশকর্মী। রাঘবপুর মোড়ে অপরদিক থেকে এক্সাসাইজ ডিপার্টমেন্টের একটি বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে কর্তব্যরত পুলিশকর্মীদের। এই ঘটনায় গুরুতর জখম হন ডিএসপি (ট্রাফিক) সহ চার পুলিশ কর্মী। সঙ্গে সঙ্গে আহত পুলিশ কর্মীদের উদ্ধার হয়ে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পুরুলিয়া জেলা সভাধিপতি নিবেদিতা মাহাত দলীয় কর্মসূচি সেরে ফিরছিলেন পুরুলিয়া। দুর্ঘটনার খবর পেয়ে আহত পুলিশকর্মীদের দেখতে হাসপাতালে যান তিনি। আইএনটিটিইউসি জেলা সভাপতি উজ্বল কুমার দুর্ঘটনার সময় ওই এলাকাতেই ছিলেন। আহত পুলিশকর্মীদের সঙ্গেই হাসপাতালে যান তিনি।

ডিএসপি ট্রাফিক মিহির দে-কে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে।

Next Article