Pujoy Pulse: পুজোয় পালসের ট্যাবলো ঝালদায়, তুমুল উন্মাদনা কচিকাচাদের মধ্যে

Pujoy Pulse: কেউ বলছেন, এই স্বাদ অনন্য। কেউ বলছেন, এ স্বাদের তুলনা হয় না। মুখে দিতেই চটপটা স্বাদে মাতোয়ারা কচিকাচারা। প্যান্ডিল হপিংয়ের মধ্যে পুজোয় পালসের ট্যাবলো দেখলেই রীতিমতো হুঁড়োহুড়ি পড়ে যাচ্ছে।

| Edited By: জয়দীপ দাস

Oct 10, 2024 | 2:54 PM

1 / 5
ইতিহাসের পাতায় কত স্মৃতি, কত স্মৃতির প্রতিচ্ছবি আজও অমলিন। থিম বনাম সাবেকিয়ানার লড়াইয়ে যখন বুঁদ উৎসব প্রিয় বাঙালি, তখন টিভি ৯ বাংলা পুজোয় পালসের ট্যাবলো উৎসবের আনন্দকে যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে।

ইতিহাসের পাতায় কত স্মৃতি, কত স্মৃতির প্রতিচ্ছবি আজও অমলিন। থিম বনাম সাবেকিয়ানার লড়াইয়ে যখন বুঁদ উৎসব প্রিয় বাঙালি, তখন টিভি ৯ বাংলা পুজোয় পালসের ট্যাবলো উৎসবের আনন্দকে যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে।

2 / 5
গতবারের মতো এবারও রাজ্য়ের ২২ শহরে ঘুরছে পুজোয় পালসের ট্যাবলো। এবার আবার অদ্ভুত স্বাদের ‘গোলমোল’ ক্যান্ডি এনেছে পালস। আর তার অভিনব তেঁতুলের স্বাদে বুঁদ আট থেকে আশি।

গতবারের মতো এবারও রাজ্য়ের ২২ শহরে ঘুরছে পুজোয় পালসের ট্যাবলো। এবার আবার অদ্ভুত স্বাদের ‘গোলমোল’ ক্যান্ডি এনেছে পালস। আর তার অভিনব তেঁতুলের স্বাদে বুঁদ আট থেকে আশি।

3 / 5
কেউ বলছেন, এই স্বাদ অনন্য। কেউ বলছেন, এ স্বাদের তুলনা হয় না। মুখে দিতেই চটপটা স্বাদে মাতোয়ারা কচিকাচারা। প্যান্ডিল হপিংয়ের মধ্যে পুজোয় পালসের ট্যাবলো দেখলেই রীতিমতো হুঁড়োহুড়ি পড়ে যাচ্ছে।

কেউ বলছেন, এই স্বাদ অনন্য। কেউ বলছেন, এ স্বাদের তুলনা হয় না। মুখে দিতেই চটপটা স্বাদে মাতোয়ারা কচিকাচারা। প্যান্ডিল হপিংয়ের মধ্যে পুজোয় পালসের ট্যাবলো দেখলেই রীতিমতো হুঁড়োহুড়ি পড়ে যাচ্ছে।

4 / 5
শুধু কচিকাচারা নয়, স্মৃতির পাতায় ফিরে যাচ্ছেন বড়রাও। তাঁরা বলছেন, মুখে দিতেই একেবারে ছেলেবেলার স্মৃতি কড়া নাড়ছে মনের দরজায়। পুজোয় পালসের ট্যাবলো পৌঁছে গিয়েছিল পুরুলিয়ার ঝালদায়। সেখানেও দেখা গেল একই ছবি।

শুধু কচিকাচারা নয়, স্মৃতির পাতায় ফিরে যাচ্ছেন বড়রাও। তাঁরা বলছেন, মুখে দিতেই একেবারে ছেলেবেলার স্মৃতি কড়া নাড়ছে মনের দরজায়। পুজোয় পালসের ট্যাবলো পৌঁছে গিয়েছিল পুরুলিয়ার ঝালদায়। সেখানেও দেখা গেল একই ছবি।

5 / 5
এবার আবার পুজোয় পালস সিজন টু তে মৃৎশিল্পীদের হাতে উঠছে বিশেষ শিল্পী সম্মান। খুশি মৃৎ শিল্পীরা। খুশি তাঁদের পরিবারের লোকজনও।

এবার আবার পুজোয় পালস সিজন টু তে মৃৎশিল্পীদের হাতে উঠছে বিশেষ শিল্পী সম্মান। খুশি মৃৎ শিল্পীরা। খুশি তাঁদের পরিবারের লোকজনও।