Jhalda: ঝালদার তপন কান্দু খুনের মামলায় চাঞ্চল্যকর দাবি CBI-এর! নতুন কী উঠে এল

CBI in Jhalda: ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের মামলায় তদন্তকারী টিমে রয়েছেন সিবিআই অফিসার রঞ্জন কীর্তনীয়া। আজ আদালতে উপস্থিত ছিলেন তিনিও। আদালত চত্বর থেকে বেরিয়ে ওই সিবিআই অফিসার জানান, সিসিটিভি ফুটেজের সঙ্গে ধৃত অভিযুক্তদের মিল পাওয়া গিয়েছে।

Jhalda: ঝালদার তপন কান্দু খুনের মামলায় চাঞ্চল্যকর দাবি CBI-এর! নতুন কী উঠে এল
সিবিআইImage Credit source: TV9 Bangla

| Edited By: Soumya Saha

Nov 24, 2023 | 6:15 PM

ঝালদা: ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় জোরকদমে তদন্ত চালাচ্ছে সিবিআই। এবার পুরুলিয়া জেলা আদালতে ঝালদার ঘটনায় ৬ অভিযুক্তকে একসঙ্গে বসিয়ে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসার ও সিবিআই-এর এক আইনজীবীও। ২০২২ সালে পুরসভা ভোটের পরপরই গুলিতে ঝাঁঝরা করে ঝালদার কাউন্সিলর তপন কান্দুকে খুনের অভিযোগ উঠেছিল। ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে মামলা হয়েছিল। পরবর্তীতে মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। তপন কান্দু খুনের অভিযোগ সেই সময় গ্রেফতার হয়েছিলেন দীপক কাঁন্দু, নরেন কাঁন্দু, কলেবর সিং, মহম্মদ আসিক, জাবির আনসারী, শশীভূষণ সিং ও সত্যবান প্রামাণিক।
মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছিল। তদন্তও চলছে জোরকদমে। তবে মামলা চলাকালীনই মৃত্যু হয়েছে সত্যবান প্রামাণিকের। বাকি ছয় জন অভিযুক্তকে দফায় দফায় জেরা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার পুরুলিয়া জেলা আদালতে ওই ছয় অভিযুক্তকে একসঙ্গে বসিয়ে সাক্ষ্যগ্রহণ করা হয়। সূত্রের খবর, ঘটনার দিনের বেশ কয়েকটি ভিডিয়ো ফুটেজের সত্যতা যাচাই পর্ব চলেছে সাক্ষ্যগ্রহণের সময়। উল্লেখ্য, সেদিন একটি মোটর সাইকেলে তিনজন দুষ্কৃতীকে দেখা গিয়েছিল এলাকায়। সেই ঘটনার সিসিটিভি ফুটেজও ইতিমধ্যেই হাতে এসেছে গোয়েন্দাদের। ওই সিসিটিভি ফুটেজ শনাক্তকরণের জন্য এদিন অভিযুক্তদের একসঙ্গে বসিয়ে সাক্ষ্যগ্রহণ করা হয়েছে বলে সূত্রের খবর।
উল্লেখ্য, ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের মামলায় তদন্তকারী টিমে রয়েছেন সিবিআই অফিসার রঞ্জন কীর্তনীয়া। আজ আদালতে উপস্থিত ছিলেন তিনিও। আদালত চত্বর থেকে বেরিয়ে ওই সিবিআই অফিসার জানান, সিসিটিভি ফুটেজের সঙ্গে ধৃত অভিযুক্তদের মিল পাওয়া গিয়েছে।