Child Recovered: গাছের তলায় পড়েছিল বিশেষভাবে সক্ষম শিশু, উদ্ধার করল পুলিশ

Anirban Banerjee | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 27, 2023 | 11:38 PM

Child Recovered: বৃহস্পতিবার সন্ধ্যা ছটার সময় বিশেষভাবে সক্ষম ওই অজ্ঞাত পরিচয় শিশুপুত্রকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

Child Recovered: গাছের তলায় পড়েছিল বিশেষভাবে সক্ষম শিশু, উদ্ধার করল পুলিশ

Follow Us

পুরুলিয়া: জঙ্গলের মধ্যে গাছের তলায় পড়ে রয়েছে এক শিশু। এমন দৃশ্য দেখেই ছুটে গেলেন স্থানীয় বাসিন্দারা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এমন দৃশ্য চোখে পড়ে পুরুলিয়ার নিতুরিয়ায়। কাছে গেলে দেখা যায় ওই শিশু বিশেষভাবে সক্ষম। অজ্ঞাত পরিচয় শিশুপুত্রকে উদ্ধার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল নিতুরিয়া থানা এলাকায়।

বৃহস্পতিবার সন্ধ্যা ছটার সময় বিশেষভাবে সক্ষম ওই অজ্ঞাত পরিচয় শিশুপুত্রকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিতুরিয়া থানার লক্ষণপুর জঙ্গল এলাকায় একটি গাছের তলায় ওই শিশুকে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা থানায় খবর দেন।

পুলিশ তাকে উদ্ধার করে হারমাড্ডি গ্রামীন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। তারপর বছর চারের ওই শিশুকে থানায় নিয়ে যাওয়া হয়। শিশুটির সুরক্ষার জন্য পুরুলিয়া আনন্দমঠ চাইল্ড হোমে তুলে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। শিশুর পরিচয় কী, কীভাবে সে ওখানে এল, তা খতিয়ে দেখছে নিতুরিয়া থানার পুলিশ।

Next Article