HS Exam: HS পরীক্ষার সময় আচমকা লাগল আগুন, তারপরই….
HS Exam: জানা গিয়েছে,আজ উচ্চ মাধ্যমিকের অর্থনীতির পরীক্ষা ছিল। আর সেই পরীক্ষা চলাকালীন স্কুলের মাস্টাররা আগুনের ধোঁয়া দেখতে পান। সঙ্গে সঙ্গে পুলিশ ও দমকলকে খবর দেওয়া হয়।

পুরুলিয়া: চলছে উচ্চ-মাধ্যমিক। আর সেই পরীক্ষা চলাকালীন লাগল আগুন। পুরুলিয়া জেলা স্কুলের ঘটনা। জানা গিয়েছে,আজ উচ্চ মাধ্যমিকের অর্থনীতির পরীক্ষা ছিল। আর সেই পরীক্ষা চলাকালীন স্কুলের মাস্টাররা আগুনের ধোঁয়া দেখতে পান। সঙ্গে সঙ্গে পুলিশ ও দমকলকে খবর দেওয়া হয়। দমকলের একটি ইঞ্জিন এলেও সেই আগুনকে নিয়ন্ত্রণ করতে পারেনি। পরে আর একটি দমকলের ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ চালাচ্ছে।
জানা যায়, স্কুলের পেছনের দিকে বেশ কিছুটা জায়গা রয়েছে, সেখানে গাছের শুকনো পাতা ও গাছের শুকনো কাঠ পড়ে ছিল। সেই শুকনো পাতায় আগুন লাগে। দ্রুততার সঙ্গে সেই আগুন ছড়িয়ে পরে বেশ কিছুটা জায়গায়। পরে থাকা শুকনো পাতাতে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে। যদিও, এই আগুন লাগার ফলে পরীক্ষায় কোনও প্রভাব পড়েনি।
স্কুলের শিক্ষক বলেন, “বোঝা যায়নি কীভাবে আগুন লেগেছে। আমরা দেখা মাত্রই চলে যাই। দমকলকে খবর দিই। তবে পরীক্ষা বন্ধ হয়নি। পড়ুয়ারা নিজেদের মতো পরীক্ষা দিচ্ছে।”





