Rail: চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পড়ে যাচ্ছিলেন বৃদ্ধ, মহিলা RPF-এর সহযোগিতায় রক্ষা পেল প্রাণ

Purulia: মঙ্গলবার পুরুলিয়া স্টেশনের ৩ নং প্লাটফর্মে ঘটনাটি ঘটেছে। সেখানে বছর পঁয়ষট্টির এক যাত্রী ধানবাদ ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেসে উঠতে যান।

Rail: চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পড়ে যাচ্ছিলেন বৃদ্ধ, মহিলা RPF-এর সহযোগিতায় রক্ষা পেল প্রাণ
সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Apr 26, 2023 | 10:13 AM

পুরুলিয়া: চলন্ত ট্রেনে একপ্রকার তাড়াহুড়ো করে উঠতে যাচ্ছিলেন বৃদ্ধ। সেই সময় আচমকাই হাত ফস্কে যায় তাঁর। তখনই ঘটে বিপত্তি। পা পিছলে পড়ে যাওয়ার জোগাড় হয় তাঁর। সেই সময় এগিয়ে আসেন এক মহিলা পুলিশ আরপিএফ কনস্টেবল। ওই বৃদ্ধকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেন তিনি।

মঙ্গলবার পুরুলিয়া স্টেশনের ৩ নং প্লাটফর্মে ঘটনাটি ঘটেছে। সেখানে বছর পঁয়ষট্টির এক যাত্রী ধানবাদ ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেসে উঠতে যান। তখনই হাত ফসকে পড়ে যান তিনি। একপ্রকার ট্রেনের নিচে চলেই যাছিলেন। সেই সময় ওই এক মহিলা আরপিএফ কনস্টেবল ছুটে এসে ওই বৃদ্ধকে উদ্ধার করেন। সেভাবে আঘাত না লাগায় পরে ওই ট্রেনেই রওনা দেন বৃদ্ধ।

এই বিষয়ে পুরুলিয়া আরপিএফ থানা প্রভারি হৃষিকেশ মীনা জানিয়েছেন যে ওই কনস্টেবলের নাম পল্লবী বিশ্বাস। তাঁর এই তৎপরতা সাধারণ মানুষের প্রশংসা আদায় করে নিয়েছেন। এই ঘটনার পুরো ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরায়।