Mid Day Meal: বিশাল পুলিশি নিরাপত্তায় রান্না হচ্ছে মিড ডে মিল!

Anirban Banerjee | Edited By: জয়দীপ দাস

Jan 03, 2024 | 6:31 PM

Mid Day Meal: এদিন শুরু থেকেই কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে চলে রান্নার কাজ। রঘুনাথপুর মহকুমা শাসক তামিল ওভিয়া এস, রঘুনাথপুর পুলিশ আধিকারিক অবিনাশ ভিমরাও, রঘুনাথপুর এক নম্বর ব্লকের বিডিও রবি শংকর গুপ্ত, রঘুনাথপুর থানার আইসি অর্ঘ মণ্ডল আসেন স্কুলে।

Mid Day Meal: বিশাল পুলিশি নিরাপত্তায় রান্না হচ্ছে মিড ডে মিল!
এই ছবিই দেখা গেল পুরুলিয়ার স্কুলে
Image Credit source: TV-9 Bangla

Follow Us

পুরুলিয়া: ১৩ মাস ধরে বন্ধ ছিল। শেষে ব্যাপক পুলিশি নিরাপত্তার মধ্যে আবার শুরু হল মিড ডে মিলের রান্না। রঘুনাথপুর এক নম্বর ব্লকের নতুনডি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গগরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ঘটনা। দীর্ঘ ১৩ মাস পর ফের স্কুলে শুরু হল মিড ডে মিলের রান্না। এর আগে প্রশাসন উদ্যোগ নিয়ে একবার মিড ডে মিল শুরু করলেও পুরনো এবং নতুন দলের কোন্দলের জেরে মিড ডে মিল বন্ধ হয়ে গিয়েছিল বলে খবর। বুধবার প্রশাসনের উপস্থিতিতে আবার পুরনো দলকে নিয়ে শুরু হল মিড ডে মিলের রান্না। 

তবে এদিনও স্কুলে পড়েছে বিক্ষোভের আঁচ। স্কুলের গেটের বাইরে বিক্ষোভ দেখাতে থাকে নতুন চারটি দলের প্রায় ৪০ জন মহিলা। অন্যদিকে পাঁচটি স্বনির্ভর দলের মহিলারা মিলেমিশে এদিন রান্না শুরু করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল মণ্ডল বলেন, দীর্ঘ ১৩ মাস পর মিড ডে মিলে রান্না শুরু হয়েছে। অবশ্যই ভাল লাগছে।  স্বনির্ভর দলের পুরনো এবং নতুন দলের মহিলাদের নিজেদের ঝামেলা জেরে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রায় চারশ জন পড়ুয়া এই মিড ডে মিল থেকে বঞ্চিত ছিল। অবশেষে সেই সমস্যার সুরাহা করা গিয়েছে। 

এদিকে এদিন শুরু থেকেই কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে চলে রান্নার কাজ। রঘুনাথপুর মহকুমা শাসক তামিল ওভিয়া এস, রঘুনাথপুর পুলিশ আধিকারিক অবিনাশ ভিমরাও, রঘুনাথপুর এক নম্বর ব্লকের বিডিও রবি শংকর গুপ্ত, রঘুনাথপুর থানার আইসি অর্ঘ মণ্ডল আসেন স্কুলে। সঙ্গে ছিল বিশাল পুলিশ বাহিনী। তাঁদের নজরদারিতেই চলে রান্নার কাজ।

Next Article