পুরুলিয়া: ছেলে বিজেপি সাংসদ। বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারের কাজের সমালোচনা করে যাচ্ছেন। তবে সাংসদের মা রাজ্যের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা পেয়ে বেশ সন্তুষ্ট। কথা হচ্ছে পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতর মা অম্বিকা মাহাতর। সম্প্রতি, গরুর ধাক্কায় কোমরে চোট পেয়েছিলেন অশীতিপর অম্বিকা দেবী। সে দিন দশেক আগের কথা। চোট এখনও পুরোপুরি না কমায় বুধবার বাড়ির লোকজনের সঙ্গে তিনি এসেছিলেন নিকটবর্তী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। পুরুলিয়ার পাতরাডি গ্রামে তাঁদের বাড়ি। সেখান থেকে ইলু প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র খুব বেশি দূরে নয়। আজ সেখানেই আর পাঁচ জন সাধারণ রোগীর সঙ্গেই ওপিডির টিকিট কেটে ডাক্তার দেখান তিনি।
সাংসদের মা অম্বিকা মাহাত জানাচ্ছেন, তাঁর স্বাস্থ্যসাথী কার্ড নেই। কেন নেই, সেই বিষয়টি অবশ্য স্পষ্টভাবে কিছু বলেননি তিনি। তবে রাজ্য সরকারের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে ডাক্তার দেখিয়ে বেরিয়ে বেশ সন্তুষ্ট তিনি। জানালেন, ‘গরু ধাক্কা দিয়েছিল। পায়ে ব্যথা আছে।’ স্বাস্থ্য পরিষেবা কেমন, তা নিয়ে প্রশ্ন করতেই বললেন, “ঠিকই আছে।” ডাক্তারবাবুদের ব্যবহার ও চিকিৎসা নিয়েও সন্তুষ্ট তিনি। কিন্তু অম্বিকা দেবীর ছেলে তো সাংসদ। চাইলেই তো তিনি কোনও বড় হাসপাতালে বা নার্সিংহোমে ডাক্তার দেখাতে পারতেন। সেসব না করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কেন? সাংসদের মা অবশ্য বলছেন, এটা তাঁদের বাড়ির কাছেই। তাই চলে এসেছেন। তবে এই নিয়ে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতর কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
ইলু প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক নির্মিতা দাস জানাচ্ছেন, “১০-১২ দিন আগে তাঁকে একটি গরু ধাক্কা দিয়েছিল। তাঁর কোমরের ডানদিকে লেগেছিল। এখন একটু ব্যথা আছে। বলছেন, রাতের দিকে ব্যথা বাড়ছে। সেটার ওষুধ দিয়েছি। উনি জানালেন, বছর চারেক আগে ব্লাড প্রেশারের সমস্যা ছিল। এখন মেপে দেখলাম প্রেশার ঠিকঠাকই আছে।”