
পুরুলিয়া: ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর হত্যার ঘটনায় সিবিআইয়ের হাতে ধৃত সত্যবান প্রামাণিকের অপমৃত্যুর ঘটনায় তার পরিবারের তরফে ওঠা অভিযোগ নিয়ে মুখ খুললেন পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো। গত রবিবার এই মৃত্যুর ঘটনার পরই মৃতের পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছিল চক্রান্ত রয়েছে রয়েছে এর পিছনে। এতে যুক্ত রয়েছেন জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো। এপ্রসঙ্গে নেপাল বাবু বলেন, “যে কোনও মৃত্যুই দুর্ভাগ্যজনক। তবে সংশোধনাগারে থাকা একজন বিচারাধীন বন্দির মৃত্যুর ঘটনায় আমার বিরুদ্ধে যেভাবে অভিযোগ তোলা হয়েছে সেটা ভিত্তিহীন শুধু না, হাস্যকরও বটে।”
এনিয়ে প্রয়োজনে আদালতে যাবেন এই কথা জানিয়ে তিনি বলেন, “সম্মানহানি সহ্য করা হবে না।” উল্লেখ্য, গত বছর মার্চ মাসে হাঁটতে বেরিয়ে আততায়ীদের গুলিতে মৃত্যু হয় ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর। হাইকোর্টের নির্দেশে তদন্তভার সিবিআইয়ের হাতে যায়। গ্রেফতার করা হয় তৃণমূলের অন্যতম নেতা তথা ঝালদার একটি ধাবার মালিক সত্যবানকে।
রবিবার পুরুলিয়া সংশোধনাগারে থাকাকালীন মৃত্যু হয় সত্যবানের। তাঁর পরিবারের দাবি জেলের মধ্যেই কৌশলে খুন করা হয়েছে অভিযুক্তকে। এ নিয়ে সিবিআই তদন্তের দাবিও জানানো হয়েছে পরিবারের তরফে। সিবিআই সূত্রে খবর, রবিবার ভোর বেলা জেলার মধ্যেই অসুস্থ হয়ে পড়েন সত্যবান। তাঁকে দ্রুত পুরুলিয়া মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।