অযোধ্যা পাহাড়: খাদে পড়ে মৃত্যু এক ব্যক্তির। জানা গিয়েছে, অযোধ্যা পাহাড়ের গভীর খাদে পড়ে যায় একটি বোলেরো গাড়ি। মঙ্গলবার সকালে তা নজরে পড়ে এলাকাবাসীর। পাহাড়ের একটি ড্যামের কাছে পথচারীরা দেখতে পেয়ে খবর দেয় পুলিশে। তাঁরাই এসে গাড়ি সমেত চালককে উদ্ধার করে।
জানা গিয়েছে, মৃত ব্যক্তি ওই গাড়ির চালক। তবে তাঁর নাম পরিচয় জানা যায়নি। এ দিন প্রায় ঘণ্টা দেড়েকের চেষ্টায় পুলিশ খাদ থেকে গাড়িটি উদ্ধার করে। এরপর চালককে বাঘমুণ্ডির পাথরডি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য কিশোরী মাঝি জানান, “ওইটা একটা বোলেরো গাড়ি খাদে পড়ে গিয়েছিল। নম্বর প্লেট ছিল ওড়িশার। এলাকাবাসীই প্রথমে পুলিশে খবর দেয়। পুলিশ একজনের দেহ উদ্ধার করেছে। তিনি চালক বলে মনে হচ্ছে আমাদের। কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখছে পুলিশ। মৃত ব্যক্তির নাম পরিচয় এখনও জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে জানা গেছে যে ওই ব্যক্তিই গাড়ির মালিক।”