Purulia: বেজে উঠল অ্যালার্ম, আটকানো গেল ব্যাঙ্ক ডাকাতি

Anirban Banerjee | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 03, 2023 | 12:28 AM

Bank Robbery: মাত্র কয়েক দিন আগে পুরুলিয়া শহরের একটি স্বর্ণ বিপণিতে বিরাট ডাকাতি হয়। এরপর আবার ব্যাঙ্কে ডাকাতির চেষ্টার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Purulia: বেজে উঠল অ্যালার্ম, আটকানো গেল ব্যাঙ্ক ডাকাতি
ব্যাঙ্ক ডাকাতি
Image Credit source: TV9 Bangla

Follow Us

পুরুলিয়া: কয়েকদিন আগেই জেলায় সোনার দোকানে ডাকাতি হয়েছে। তা নিয়ে আতঙ্ক এখনও রয়েছে। সেই ঘটনার রেশ কাটার আগেই এবার ব্যাঙ্কে ডাকাতির চেষ্টা। তবে শেষপর্যন্ত ব্যাঙ্ক থেকে কোনও কিছু নিয়ে যেতে পারেনি দুষ্কৃতীরা। অ্যালার্ম বেজে ওঠায় এবং পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে চলে আসায় চম্পট দিল ডাকাতরা। শনিবার রাতের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে পুরুলিয়ার হুড়ায়।

জানা গিয়েছে, এদিন রাত প্রায় সাড়ে নটা নাগাদ হুড়া বাজারে একটা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে অ্যালার্ম বেজে উঠে। সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষ জড়ো হন সেখানে। চলে আসে পুলিশ। এর মধ্যেই চম্পট দেয় ডাকাত দল। স্থানীয়রা জানান, একটি বোলেরো গাড়িতে করে সাত থেকে আট জনের ডাকাত দল এসেছিল। ব্যাঙ্কেই দুটি ব্যাগ ফেলে পালিয়েছে তারা। পুলিশ ব্যাঙ্কের ভিতরে গিয়ে তল্লাশি চালিয়ে কাউকে পায়নি। তবে সিসিটিভি ফুটেজে এক জনের ছবি পাওয়া গিয়েছে। মাত্র কয়েক দিন আগে পুরুলিয়া শহরের একটি স্বর্ণ বিপণিতে বিরাট ডাকাতি হয়। এরপর আবার ব্যাঙ্কে ডাকাতির চেষ্টার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় এক বাসিন্দা বাসুদেব মণ্ডল বলেন, গাড়িতে করে এসেছিল দুষ্কৃতীরা। তালা ভেঙে ব্যাঙ্কে ঢোকে। কিন্তু, অ্যালার্ম বাজায় তারা চম্পট দেয়। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে বলে তিনি মন্তব্য করেন। আর এক বাসিন্দা বলেন, কয়েকদিন আগেই একটি সোনার দোকানে ডাকাতি হয়েছে। এবার পুলিশের তৎপরতায় ব্যাঙ্কে ডাকাতি আটকানো গিয়েছে। জেলা পুলিশের তরফে এই নিয়ে এখনও কোনও বক্তব্য পাওয়া যায়নি।

Next Article