ঝালদা: পুরুলিয়া জেলার ঝালদায় শনিবার ছিল বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর জনসভা। সেই জনসভায় আসার পথে বিজেপি সমর্থকদের বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং এই অভিযোগ তুলেছেন। বিজেপি সাংসদ জানিয়েছেন, তিনি সভার জন্য তিনি যখন আসছিলেন, তখন দেখেন বিজেপি সমর্থকদের গাড়ি ঘুরিয়ে ফেরত পাঠাচ্ছে পুলিশ। তা দেখেই গাড়ি থেকে নেমে পুলিশের সঙ্গে কথা বলতে যান তিনি। সে সময় পুলিশের সঙ্গে রীতিমতো বচসায় জড়িয়ে পড়েন তিনি। এর পর গাড়িগুলিকে পুলিশ যেতে দেয় বলেও দাবি করেছেন বিজেপি সাংসদ। যদিও বিজেপি-র এই অভিযোগ উড়িয়ে দিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।
ঝালদায় শুভেন্দুর জনসভায় যাওয়ার পথে বিজেপি কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। এ নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ায় পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং। এ বিষয়ে তিনি বলেছেন, “পুরুলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার লোক শুভেন্দু অধিকারীর জনসভায় যোগ দিতে ঝালদায় আসছিলেন। পুলিশ একদম দায়িত্ব নিয়ে তৃণমূলের কাজ করছে। ঝালদা থানার পুলিশ গাড়ি গুলিকে ঘুরিয়ে দিচ্ছিল। চলে যেতে বলছিল। আমি গিয়ে জিজ্ঞাসা করি পুলিশকে। কোনও উত্তর দিতে পারেনি। আমার সঙ্গে বচসাও হয়েছে পুলিশের। এই ধরনের ঘটনায় তীব্র নিন্দা করি।”
যদিও সমর্থকদের ঢুকতে বাধা দেওয়ার বিষয়ে বিজেপি সাংসদের তোলা অভিযোগ মানতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব। বিজেপি মিথ্যা অভিযোগ করছে বলেও জানিয়েছেন পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথোরিয়া। তিনি বলেছেন, “বিজেপি নিজেরা লোক জোগাড় করতে পারে না। দোষ চাপায় তৃণমূলের ঘাড়ে। নিজের ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য এ কথা বলছেন সাংসদ।”