Purulia News: মহিলাকে বাঁচাতে গিয়ে কুয়োর ভিতর যা দেখলেন হাড়হিম হয়ে গেল বাসিন্দাদের

Anirban Banerjee | Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 10, 2024 | 2:48 PM

Purulia News: জানা গিয়েছে, চৈতালী কুন্ডু নামে এক মহিলা দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। পরিবার সূত্রে খবর, চৈতালীর দিদি অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন। তাঁকে নিয়ে কিৎসকের কাছে প্রায়শই যেতেন ওই মহিলা।

Purulia News: মহিলাকে বাঁচাতে গিয়ে কুয়োর ভিতর যা দেখলেন হাড়হিম হয়ে গেল বাসিন্দাদের
কুয়ো থেকে উদ্ধার দেহ
Image Credit source: Tv9 Bangla

Follow Us

পুরুলিয়া: কুয়ো থেকে এক মহিলার চিৎকার শুনতে পেয়েছিলেন। সেই মতো তড়িঘড়ি কুয়োর পাশে গিয়েছিলেন এলাকাবাসী। তবে চক্ষু-চড়কগাছ হওয়ার জোগাড়। ওই মহিলাকে উদ্ধার করতে গিয়ে উদ্ধার হল দুই শিশুর মৃতদেহ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার হুড়া থানার রখেড়া গ্রামের ঘটনা।

জানা গিয়েছে, চৈতালী কুন্ডু নামে এক মহিলা দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। পরিবার সূত্রে খবর, চৈতালীর দিদি অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন। তাঁকে নিয়ে কিৎসকের কাছে প্রায়শই যেতেন ওই মহিলা। এ নিয়ে পরিবারে অশান্তি তৈরি হত। এরপর স্থানীয় বাসিন্দারা শনিবার সকালবেলা গ্রামের একটি কুয়ো থেকে মহিলার চিৎকার শুনতে পান। সেই মতো দ্রুত এলাকায় পৌঁছন তাঁরা। গ্রামবাসীরা তাঁকে উদ্ধার করার পর খোঁজ পড়ে মহিলার সন্তানদের। এরপর তাঁরা কুয়ো থেকে শিশুদের মৃতদেহ উদ্ধার করে। খবর দেওয়া হয় পুলিশে।

ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠায়। মহিলাকে আটক করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, দুই শিশুকে প্রথমে কুয়োতে ঠেলে ফেলার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেন ওই মহিলা। গ্রামবাসী পল্টু রায় বলেন, “আমরা মহিলার চিৎকার শুনতে পেয়েছিলাম। তারপর দড়ি দিয়ে নিজেকে বাঁধলাম। কুয়োয় ঝাঁপ দিয়ে মহিলাকে বাঁচালাম। তখনই সন্দেহ হয়েছিল। এরপর বাচ্চাগুলোকে খুঁজতে গিয়ে দেখি কুয়োর জলে ভাসছে।”

Next Article