AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Purulia Road: শেষবার সংস্কার হয়েছিল বাম আমলে, অভিযোগ জানিয়েও কাজ না হওয়ায় নিজেরাই রাস্তা সারাই করলেন এলাকাবাসী

Purulia Road: জানা গিয়েছে এই এলাকার রাস্তার অবস্থা খুবই খারাপ। যার জেরে ফসল ঘরে নিয়ে আসতে সমস্যা হয়। রোগী থেকে গর্ভবতী মহিলা সারা বছরই কষ্ট পান এই রাস্তার জন্য। তাই নিজেদের মধ্যে চাঁদা তুলে মঙ্গলবার বিকেল থেকে শুরু করেছেন রাস্তা ঠিক করার কাজ।

Purulia Road: শেষবার সংস্কার হয়েছিল বাম আমলে, অভিযোগ জানিয়েও কাজ না হওয়ায় নিজেরাই রাস্তা সারাই করলেন এলাকাবাসী
পুরুলিয়া রাস্তার অবস্থা খারাপImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Dec 13, 2023 | 6:34 AM
Share

পুরুলিয়া: বারবার অভিযোগ করেও ফেরেনি রাস্তার হাল। তাই এবার পঞ্চায়েতের উপর ভরসা না রেখেই রাস্তা সারাইয়ের কাজ শুরু করলেন পুরুলিয়ার মানবাজার ১ নং ব্লকের বারমেশা রামনগর অঞ্চলের ধাদকার গ্রামবাসীরা।

জানা গিয়েছে এই এলাকার রাস্তার অবস্থা খুবই খারাপ। যার জেরে ফসল ঘরে নিয়ে আসতে সমস্যা হয়। রোগী থেকে গর্ভবতী মহিলা সারা বছরই কষ্ট পান এই রাস্তার জন্য। তাই নিজেদের মধ্যে চাঁদা তুলে মঙ্গলবার বিকেল থেকে শুরু করেছেন রাস্তা ঠিক করার কাজ। একেবারে প্রত্যন্ত এলাকায় থাকা এই গ্রামের প্রধান রাস্তার হাল শোচনিয় বলে দাবি গ্রামবাসীদের। তাঁরা বলেন, বাম আমলে এখানে হয়েছিল রাস্তা ঢালাইয়ের কাজ। এই রাস্তার বেশ কিছু অংশ বেহাল হয়ে পড়ে। চার বছর ধরে বার বার এনিয়ে গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন জায়গায় জানিয়েও কোনও লাভ হয়নি। তাই নিজেরাই উদ্যোগ নিয়ে রাস্তা সারাইয়ের কাজ শুরু করেছেন তারা।

এ দিকে, গ্রামবাসীদের এই উদ্যোগে অস্বস্তিতে পড়েছে বিজেপি এবং তৃণমূল দুই শিবিরই। বিজেপি পরিচালিত এই গ্রাম পঞ্চায়েতের প্রধান পাপিয়া সিং সর্দার এর দায় চাপিয়েছেন পূর্বতন তৃণমূল বোর্ডের উপর। অন্যদিকে এলাকার বাসিন্দা তৃণমূলের প্রাক্তন উপপ্রধান সুধীর মাহাতো গ্রামবাসীদের ক্ষোভের কথা স্বীকার করে বলেন, তারা চেষ্টা করলেও রাস্তা মেরামত করা সম্ভব হয়নি।