Tribal protest: সন্ধ্যারানি টুডুকে ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন আদিবাসীরা

Anirban Banerjee | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 27, 2023 | 12:01 PM

Tribal protest: মঙ্গলবারও মন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ দেখান আদিবাসীদের কয়েকটি সংগঠন। মন্ত্রী অবশ্য এই ক্ষোভকে চক্রান্ত বলেই দাবি করেছেন। তাঁর দাবি আদিবাসীদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী বহু উদ্যোগ নিয়েছেন। মানুষকে বিভ্রান্ত করার জন্যই এই ধরনের বিক্ষোভ করা হচ্ছে।

Tribal protest: সন্ধ্যারানি টুডুকে ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন আদিবাসীরা
পুরুলিয়া বিক্ষোভ
Image Credit source: Tv9 Bangla

Follow Us

পুরুলিয়া: আদিবাসীদের ক্ষোভের মুখে এবার স্বয়ং মন্ত্রী। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই মানবাজারের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানি টুডুর বিরুদ্ধে সরব হয়েছেন আদিবাসী সংগঠনের নেতারা। অভিযোগ,আদিবাসীদের কথা শোনেন না তিনি। নিতে চানা তাঁদের স্মারকলিপি। আদিবাসীদের উন্নয়নের ক্ষেত্রেও উদাসীন তিনি। এরপরই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান আদিবাসীরা।

মঙ্গলবারও মন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ দেখান আদিবাসীদের কয়েকটি সংগঠন। মন্ত্রী অবশ্য এই ক্ষোভকে চক্রান্ত বলেই দাবি করেছেন। তাঁর দাবি আদিবাসীদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী বহু উদ্যোগ নিয়েছেন। মানুষকে বিভ্রান্ত করার জন্যই এই ধরনের বিক্ষোভ করা হচ্ছে।

মানবাজারের সন্ধ্যারানি টুডু বলেন, “আমার বিরিদ্ধে কুৎসা রটানো হচ্ছে। ওদের ডেপুটেশন নেওয়া হয়েছে। যাঁরা এসেছেন তাঁদের সঙ্গেও কথা হয়েছে। আমার বাড়িতেও বৈঠক হয়েছে। আসলে ওরা আদিবাসী সমাজকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা চলছে।”

Next Article