Rahul Gandhi in Bengal: বাংলায় সভা করা হচ্ছে না রাহুল গান্ধীর, অনুমতি পেল না কংগ্রেস

Rahul Gandhi in Bengal: অন্যদিকে কংগ্রেস নেতা গুলাম মীর জানিয়েছেন, আগামী ২৭ জানুয়ারি দিল্লি থেকে ফিরে রাহুল গান্ধী আবার যোগ দেবেন ন্যায় যাত্রায়। ২৮ তারিখ ফালাকাটা থেকে যাত্রা করে নির্দিষ্ট পথে এগোবে মিছিল। জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি যাবে সেই মিছিল। ২৯ তারিখে ইসলামপুর হয়ে বিহার চলে যাবে যাত্রা।

Rahul Gandhi in Bengal: বাংলায় সভা করা হচ্ছে না রাহুল গান্ধীর, অনুমতি পেল না কংগ্রেস
রাহুল গান্ধীImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Jan 26, 2024 | 6:16 AM

শিলিগুড়ি: অসমের পর এবার বাংলাতেও বাধার মুখে রাহুল গান্ধীর ‘ভারত জোড় ন্যায় যাত্রা’। যাত্রার দ্বিতীয় পর্যায়ে শিলিগুড়িতে রাহুল গান্ধীর দুটি সভা বাতিল করতে হচ্ছে। পুলিরশের অনুমতি মিলছে না বলে দাবি কংগ্রেসের। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানিয়েছেন, পুলিশের পরীক্ষা থাকায় অনুমতি দেওয়া হচ্ছে না। ফলে মিছিলের মাঝে মাঝে যে সভা করার পরিকল্পনা ছিল কংগ্রেসের তা বাতিল করতে হচ্ছে। সভা বাতিল হলেও ন্যায় যাত্রা নির্ধারিত পথেই এগোবে। এর আগে অসমে গিয়েও বাধার মুখে পড়তে হয়েছিল কংগ্রেসকে। আইন-শৃঙ্খলার কারণ দেখিয়ে সেখানেও পুলিশ আটকে দিয়েছিল রাহুলের পথ। বৃহস্পতিবারই বাংলায় প্রবেশ করেছেন রাহুল গান্ধী। আপাতত তিনি দিল্লি চলে গেলেও ফের বাংলায় যোগ দেবেন ন্যায় যাত্রায়।

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবারই সন্ধ্যায় দীর্ঘক্ষণ বৈঠক করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ও অন্যান্য কংগ্রেস নেতারা। বৈঠকে শেষে অধীর জানান, পুলিশের কাছে অনুরোধ করা হয়েছিল অন্তত একটি সভার অনুমতি দেওয়ার জন্য। কিন্তু পুলিশের নিয়োগ পরীক্ষা থাকায় অনুমতি মিলছে না। তবে রাজ্যের বিরুদ্ধে কোনও অভিযোগ শোনা যায়নি অধীরের মুখে।

অন্যদিকে কংগ্রেস নেতা গুলাম মীর জানিয়েছেন, আগামী ২৭ জানুয়ারি দিল্লি থেকে ফিরে রাহুল গান্ধী আবার যোগ দেবেন ন্যায় যাত্রায়। ২৮ তারিখ ফালাকাটা থেকে যাত্রা করে নির্দিষ্ট পথে এগোবে মিছিল। জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি যাবে সেই মিছিল। ২৯ তারিখে ইসলামপুর হয়ে বিহার চলে যাবে যাত্রা। এরপর ৩১ জানুয়ারি ফের যাত্রা প্রবেশ করবে বাংলায়। মালদহ ও মুর্শিদাবাদে দু দিন ধরে চলবে মিছিল। তারপর ঝাড়খণ্ড চলে যাবেন রাহুল গান্ধী। তবে কংগ্রেস চেয়েছিল বড় একটা সভা করতে। তার জায়গা মেলেনি। অনুমতিও মেলেনি।