Nadia News: আদালতের নির্দেশ মানেননি পুলিশ, বৃদ্ধার পাশে দাঁড়িয়ে ওসি-কে শোকজ বিচারকের

আদালত অবমাননার অভিযোগে ধানতলা থানার ওসি-কে শোকজ করলেন বিচারক।

Nadia News: আদালতের নির্দেশ মানেননি পুলিশ, বৃদ্ধার পাশে দাঁড়িয়ে ওসি-কে শোকজ বিচারকের
ধানতলা থানার ওসি-কে শোকজ।

| Edited By: Sukla Bhattacharjee

Mar 31, 2023 | 11:24 PM

রানাঘাট: আদালতের নির্দেশ মানেননি। সেই অভিযোগে থানার OC-কে শোকজ করলেন বিচারক। ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) রানাঘাটে। রানাঘাটের সিভিল জজ জুনিয়র ডিভিশন সেকেন্ড কোর্টের (Ranaghat Court) বিচারক এস এস রায়চৌধুরী শুক্রবার আদালত অবমাননার অভিযোগে ধানতলা থানার ওসি-কে শোকজ করলেন। এখানেই শেষ নয়, আগামী ১ এপ্রিল অর্থাৎ আগামিকাল তাঁকে সশরীরে আদালতে এসে লিখিতভাবে শোকজের জবাব দেওয়ারও নির্দেশ দিয়েছেন বিচারক। রানাঘাট সিভিল আদালতের এহেন পদক্ষেপে স্বাভাবিক ভাবেই খুশি এলাকাবাসী।

আদালত সূত্রের খবর, ঘটনার সূত্রপাত গত ১৫ মার্চ এক বৃদ্ধার অভিযোগকে কেন্দ্র করে। ধানতলা থানার দত্তপুলিয়া পুরাতন বাজার এলাকার এক বৃদ্ধা নিজের বাড়ি থেকে বিতাড়িত হয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। অসীম বিশ্বাস নামে স্থানীয় এক ব্যক্তি তাঁরই বাড়ি থেকে বলপূর্বক বের করে দেওয়ার অভিযোগ তুলে রানাঘাট সিভিল জজ জুনিয়র ডিভিশন সেকেন্ড কোর্টের দ্বারস্থ হন অসীমাদেবী। সেই ঘটনায় সিভিল জজ জুনিয়র ডিভিশন সেকেন্ড কোর্টের বিচারক এস.এস রায়চৌধুরী গত ২৩ মার্চ তারিখ ধানতলা থানার ওসি সুব্রত মালাকারকে নির্দেশ দেন, ওই বৃদ্ধাকে তাঁর বাড়িতে শান্তিপূর্ণভাবে থাকার ব্যবস্থা করে দিতে। কিন্তু, ধানতলা থানার ওসি সেই নির্দেশ কার্যকরী করেননি বলে অভিযোগ। উল্টে ওই বৃদ্ধার বিরুদ্ধে ৪৯৮ ধারায় একটি মামলা দায়ের করেন অসীম বিশ্বাস।

মামলা দায়ের হওয়ায় নির্যাতিতা বৃদ্ধা পুনরায় গত ২৮ মার্চ আদালতের দ্বারস্থ হন। তারপর বিচারক পুনরায় গত ২৯ মার্চ ধানতলা থানার ওসি সুব্রত মালাকারকে ওই বৃদ্ধাকে তাঁর বাড়িতে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। কিন্তু, তারপর দু-দিন পেরিয়ে গেলেও সেই নির্দেশ কার্যকর হয়নি। যার জেরে এদিন ধানতলা থানার ওসি সুব্রত মালাকারকে শোকজ করেন বিচারক এস এস রায়চৌধুরী। একইসঙ্গে আগামী ১ এপ্রিল তাঁকে সশরীরে আদালতে এসে লিখিত আকারে শোকজের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।

রানাঘাট সিভিল আদালতের এহেন পদক্ষেপে স্বাভাবিকভাবেই খুশি ওই বৃদ্ধা সহ স্থানীয় বাসিন্দারা। বৃদ্ধার পাশে দাঁড়িয়ে বিচারকের পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ঘটনায় অভিভূত রানাঘাট আদালতের আইনজীবী মহল। বিচারব্যবস্থা নয়া নজির গড়ল বলে জানান তাঁরা।