Raninagar Election Result 2021 Live: রানিনগরে উন্নয়নের স্বার্থে লড়ছে শাসক-বিরোধী, ফলাফলের লাইভ আপডেট
রানিনগরে ( Raninagar Assembly Election Result 2021 Live Update) উন্নয়নকেই হাতিয়ার করেছে শাসক-বিরোধী শিবির। ফিরোজা বেগমের বিপরীতে লড়ছেন সৌমিক হোসেন।
মুর্শিদাবাদ: একযুগ আগেও অস্তিত্ব ছিল না এই বিধানসভার। রানিনগর। এই বিধানসভার এই কিছুটা ছিল মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের, কিছুটা জলঙ্গী বিধানসভা কেন্দ্রের। রানিনগর বিধানসভা হিসেবে স্বতন্ত্র আত্মপ্রকাশ করে। ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ৬৩ নং রানিনগর বিধানসভা কেন্দ্রটি রানিনগর-১ সমষ্টি উন্নয়ন ব্লক এবং কালিনগর-১, কালিনগর-২, মালিবাড়ি-১, মালিবাড়ি-২ এবং রানিনগর-১ গ্রাম পঞ্চায়েত গুলি রানিনগর-২ সমষ্টি উন্নয়ন ব্লক এবং ধুলাউড়ি গ্রাম পঞ্চায়েত। ডোমকল সমষ্টি উন্নয়ন ব্লক এর অন্তর্গত। রানিনগর বিধানসভা কেন্দ্রটি ১১ নং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত। রানিনগর বিধানসভা কেন্দ্রটি ১৯৫৭ এবং ১৯৬২ সালে সংক্ষিপ্ত সময়ের জন্য আসনটি বিদ্যমান ছিল। এটি ২০১১ সালে পুনর্গঠিত হয়।
রানিনগর বিধানসভার শুরু থেকেই সেখানে ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয় কংগ্রেস। পরপর দুবার, এই বিধানসভা কেন্দ্র থেকে জিতেছেন কংগ্রেস প্রার্থী ফিরোজা বেগম। এ বারেও ফিরোজা বেগমের সঙ্গে তৃণমূলের সৌমিক হোসেনের লড়াই।
এক নজরে রানিনগরের সব আপডেট:
♦ ১৪ রাউন্ড শেষে রানিনগর বিধানসভায় ৫৪ হাজার ৩৭৬ ভোটে এগিয়ে তৃণমূল।
♦১২ রাউন্ডের শেষে রানিনগর বিধানসভায় বিপুল ভোটে এগিয়ে তৃণমূল।
২০২১ বিধানসভা নির্বাচন
এই নির্বাচনে কংগ্রেসের তরফে লড়ছেন বিদায়ী বিধায়ক ফিরোজা বেগম। তৃণমূলের তরফে রয়েছেন সৌমিক হোসেন। তবে বিধানসভার স্বাদ মিললেও উন্নয়নের স্বাদ পায়নি এই বিধানসভা কেন্দ্র। শাসক শিবির না হয়ে বিরোধী শিবিরের বিধায়ক হওয়ায় উন্নয়নে বাধা পড়েছে বলে অভিযোগও করেছেন স্থানীয়রা। তাই এ বারের নির্বাচনে উন্নয়নকেই হাতিয়ার করেছে বিরোধী শিবির। বিজেপির তরফে এই কেন্দ্রে নির্বাচন লড়ছেন মাসুদা খাতুন।
বিদায়ী বিধায়ক: ফিরোজা বেগম প্রাপ্ত ভোট: ১১১১৩২ মোট ভোটার: ২২৩৯৯৫ ভোট শতাংশ: ৮৪.৬৯ মোট প্রার্থী: ৬