
মুর্শিদাবাদ: একদা কংগ্রেসের ঘাঁটি বলে পরিচিত সাগরদিঘিতে শাসক শিবিরের গোষ্ঠীকোন্দল বারবারই প্রকাশ্যে এসেছে। বিদায়ী বিধায়ক সুব্রত সাহাকে না-পসন্দ অনেকেরই। সেই কেন্দ্রেই, ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ৬০ নং সাগরদিঘি বিধানসভা কেন্দ্রটি সাগরদিঘি সমষ্টি উন্নয়ন ব্লক এর অন্তর্গত। সাগরদিঘি বিধানসভা কেন্দ্রটি ৯ নং জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত।
এই কেন্দ্রে কংগ্রেসের নৃসিংহ কুমার মণ্ডল ১৯৭২ সালে জয়ী হন। কংগ্রেসের অতুল চন্দ্র সরকার ১৯৭১ সালে জয়ী হন। ১৯৬৯ সালে বাংলা কংগ্রেসের কুবের চন্দ হালদার। ১৯৬৭ এবং ১৯৬২ সালে কংগ্রেসের অম্বিকা চরণ দাস জয়ী হন। ১৯৫৭ সালে সাগরদিঘি আসনটি বিদ্যমান ছিল না।১৯৫৭ সালে জঙ্গিপুর একটি যৌথ আসন ছিল। কংগ্রেসের শ্যামাপদ ভট্টাচার্য ও কুবের চন্দ হালদার উভয়ই জয়লাভ করেছিল। স্বাধীন ভারতের প্রথম নির্বাচন ১৯৫১ সালে সাগরদিঘি একটি যৌথ আসন ছিল। কংগ্রেসের শ্যামাপদ ভট্টাচার্য ও কুবের চন্দ হালদার উভয়ই জয়লাভ করেছিল।
২০০৬ সালে রাজ্য বিধানসভা নির্বাচনে, সিপিআই (এম) -এর পরিক্ষীত লেত সাগরদিঘি (এসসি) কেন্দ্র থেকে জয়লাভ করেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের রাজেশ কুমার ভক্তকে পরাজিত করেন। ২০০১ সালে সিপিআই (এম) -এর পরেশ নাথ দাস তৃণমূল কংগ্রেসের রাজেশ কুমার ভক্তকে পরাজিত করেন, ১৯৯৬, ১৯৯১ এবং ১৯৮৭ সালে কংগ্রেসের নৃসিংহ কুমার মণ্ডলকে পরাজিত করেন। ১৯৮২ সালে সিপিআই (এম) -এর হাজারী বিশ্বাস কংগ্রেসের নৃসিংহ কুমার মণ্ডলকে পরাজিত করেন এবং ১৯৭৭ সালে কংগ্রেসের অতুল চন্দ্র সরকারকে পরাজিত করেন।
২০১৬ বিধানসভা নির্বাচন
২০১৬-বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ঘাঁটি বলে পরিচিত সাগরদিঘিতে বিধায়ক নির্বাচিত হন তৃণমূল কংগ্রেসের সুব্রত সাহা। ২০১১তেও তিনিই বিধায়ক ছিলেন। ৪৪ হাজার ৮১৭ টি ভোট পেয়ে সুব্রত সাগরদিঘিতে বিধায়ক নির্বাচিত হন।
২০২১ বিধানসভা নির্বাচন
এই নির্বাচনে এ বারেও তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী হয়েছেন বিদায়ী বিধায়ক সুব্রত সাহা। উল্লেখ্য, সুব্রত সাহাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীকোন্দল ইতিমধ্যেই প্রকাশ্য়ে এসেছে। দশ বছরের বেশি সময় ধরে বিধায়ক থাকায় তা নিয়ে বিরোধ প্রকাশ করেছে তৃণমূল নেতৃত্বের একাংশ। বিজেপির তরফে এই কেন্দ্রে মনোনীত হয়েছেন মাফুজা খাতুন। মোট ৯ জন প্রার্থী এই কেন্দ্র থেকে এই নির্বাচনে মনোনীত হয়েছেন।
বিদায়ী বিধায়ক: সুব্রত সাহা
প্রাপ্ত ভোট: ৪৪৮১৭
মোট ভোটার: ২০৬০৪৯
ভোট শতাংশ: ৮২.৯৯
মোট প্রার্থী: ৮