
ফের উত্তাল তিস্তা। ফের বড় বিপর্যয়ের আশঙ্কা। হঠাৎ হড়বা বানে বিপদে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ভরা বর্ষায় কী হবে, তা ভেবে পাচ্ছেন না তাঁরা। ইতিমধ্যেই এক ধসে ভেঙে পড়েছে একের পর এক রাস্তা। কোথায় লরি উল্টে পড়ে রয়েছে। কোথাও মাঝপথে আটকে আছে গাড়ি। চলছে উদ্ধারকাজ। বিপাকে পড়েছেন পর্যটকেরা। এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত অনেকে।
পরিস্থিতির সব আপডেট একনজরে: