Howrah News: ভোটার তালিকায় ২০০ জনের দাদু হয়ে গেলেন বাবা! এবার বিক্ষোভ শুরু হাওড়ায়

SIR: হাওড়ার সাঁকরাইল বিধানসভার মহিয়াড়ি দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৩ নম্বর পার্টের ঘটনা। সেখানেই প্রায় ২০০ ভোটারের দাদু হয়ে গিয়েছেন বাবা। এমন অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। শনিবার সকালে তাঁরা বিএলও কবিতা সানতারা সাহার বাড়ি ঘেরাও করেন।

Howrah News: ভোটার তালিকায় ২০০ জনের দাদু হয়ে গেলেন বাবা! এবার বিক্ষোভ শুরু হাওড়ায়
হাওড়ায় বিক্ষোভImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 17, 2026 | 5:57 PM

হাওড়া: ভোটার তালিকায় দাদু হয়ে গেল বাবা। অভিযোগ, প্রায় ২০০ ভোটারের ক্ষেত্রে হয়েছে এই ধরনের ভুল। এরই প্রতিবাদে ডোমজুড়ের মহিয়ারিতে বিএলওর বাড়ি ঘেরাও করে চলল তুমুল বিক্ষোভ। এমনকী, রাস্তা অবরোধ স্থানীয় ভোটারদের। যদিও, বিএলওর পক্ষ থেকে শুনানির মাধ্যমে ত্রুটি সংশোধনের আশ্বাস দেওয়া হয়েছে।

হাওড়ার সাঁকরাইল বিধানসভার মহিয়াড়ি দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৩ নম্বর পার্টের ঘটনা। সেখানেই প্রায় ২০০ ভোটারের দাদু হয়ে গিয়েছেন বাবা। এমন অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। শনিবার সকালে তাঁরা বিএলও কবিতা সানতারা সাহার বাড়ি ঘেরাও করেন। প্রায় ঘণ্টাখানেক ধরে চলল বিক্ষোভ। এর পাশাপাশি তাঁরা মহিয়ারি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন।

এলাকার বাসিন্দাদের অভিযোগ, ভোটার খসড়া তালিকায় তাঁদের নাম উঠেছিল। তা সত্ত্বেও তাঁদের শুনানির নোটিস দেওয়া হয়েছে। এলাকার প্রায় ৫০০ ভোটারের মধ্যে ২০০ ভোটারের ক্ষেত্রে বাবার নামের জায়গায় দাদুর নাম ঢুকে গিয়েছে। এর মূল কারণ বিএলওর ভুল হতে পারে। এর ফলে তারা সমস্যায় পড়েছেন।
বিএলও কবিতা সানতারা সাহা বলেন, “আমি শেষের দিকে যোগদান করেছি। প্রযুক্তিগত কিছু ত্রুটি হয়েছে। আমার হাত দিয়ে ভুল হয়েছে। আমি চেষ্টা করব সংশোধন করে দেওয়ার। এইআরও সাহায্য করার আশ্বাস দেওয়া হয়েছে। তবে দু’শো নয়, ১১০ জনের হয়েছে।”