Nodakhali: গঙ্গায় স্নান করতে বিপত্তি, মৃত্যুমুখ থেকে একজন ফিরলেও তলিয়ে গেল ৪ বন্ধু

Souvik Sarkar | Edited By: জয়দীপ দাস

Nov 15, 2024 | 3:13 PM

Nodakhali: ঘটনাটি ঘটে এদিন সকাল সাতটা নাগাদ। শোরগোল শুরু হতেই খবর যায় পুলিশের কাছে। পুলিশের তরফে খবর দেওয়া হয় দমকলে। আনা হয় ডুবুরি। নামানো হয় নৌকা। জোরকদমে শুরু হয়ে যায় তল্লাশি।

Nodakhali: গঙ্গায় স্নান করতে বিপত্তি, মৃত্যুমুখ থেকে একজন ফিরলেও তলিয়ে গেল ৪ বন্ধু
শোরগোল এলাকায়
Image Credit source: TV 9 Bangla

Follow Us

নোদাখালি: গঙ্গায় স্নান করতে গিয়ে বিপত্তি। একযোগে তলিয়ে গেল চার যুবক। চাঞ্চল্যকর ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনা নোদাখালি থানার অন্তর্গত বিল্লাপুর ১ ফাটুক জেটি ঘাটে। রাস পূর্ণিমা উপলক্ষে প্রতি বছরই ঘাটে স্নান করতে দেখা যায় হাজার হাজার মানুষকে। এবারও দেখা গিয়েছে একই ছবি। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন এখানেই স্নান করতে এসেছিলেন ওই চার যুবক। কিন্তু স্নান করতে নামার কিছু সময়ের মধ্যেই তলিয়ে যায় চারজন। মুহূর্তেই শোরগোল পড়ে যায় এলাকায়। বেশ কয়েকজন উদ্ধারের জন্য ঝাঁপিয়েও পড়েন। কিন্তু, আর খোঁজ পাওয়া যায়নি চার যুবকের। 

ঘটনাটি ঘটে এদিন সকাল সাতটা নাগাদ। শোরগোল শুরু হতেই খবর যায় পুলিশের কাছে। পুলিশের তরফে খবর দেওয়া হয় দমকলে। আনা হয় ডুবুরি। নামানো হয় নৌকা। জোরকদমে শুরু হয়ে যায় তল্লাশি। যদিও তল্লাশি অভিযান শুরুর পর বেশ কয়েক ঘণ্টা কেটে গেলেও খোঁজ মেলেনি যুবকদের। 

ঘটনা প্রসঙ্গে এক প্রত্যক্ষদর্শী বলেন, “সাতটা নাগাদ ওরা স্নান করতে আসে। প্রথমে একজন তলিয়ে যায়। তাঁকে বাঁচাতে বাকিরা ঝাঁপিয়ে পড়ে। মোট পাঁচ জন তলিয়ে যায়। ঘাটে থাকা লোকজন একজনকে টেনে তুলতে পারলেও বাকিদের পারেনি। প্রত্যেকেরই বয়স ১৫ থেকে ১৬ বছরের মধ্যে। দীর্ঘ সময় ধরেই তল্লাশি চললেও এখনও কাউকে পাওয়া যাচ্ছে না।” 

এই খবরটিও পড়ুন

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Next Article