Bhangar: শ্বশুড়বাড়ির অমতে গিয়ে বিয়ে! ভরসন্ধ্য়ায় ভাঙড়ে গুলিবিদ্ধ যুবক

Satyajit Mondal | Edited By: Avra Chattopadhyay

Jan 27, 2025 | 11:54 PM

Bhangar: কিন্তু কোন শত্রুতার বশে গুলিবিদ্ধ হলেন জাহিদ? পুলিশ সূত্রে কোনও উত্তর না পাওয়া গেলেও এলাকার এক বাসিন্দার দাবি, জাহিদের একজন শত্রু রয়েছে। তার অনুমান, হয়তো এই কাণ্ড তারই ঘটানো।

Bhangar: শ্বশুড়বাড়ির অমতে গিয়ে বিয়ে! ভরসন্ধ্য়ায় ভাঙড়ে গুলিবিদ্ধ যুবক

Follow Us

ভাঙড়: ভাঙড় যেন একটা ভয়ের নাম, এমনটাই বলে থাকেন সেখানকার মানুষরা। কিন্তু কেন? কারণ একটাই সর্বত্র বন্দুকরাজ। দুষ্কৃতীদের তাণ্ডবে অস্থির পুলিশ-প্রশাসন। এদিন ভর সন্ধ্য়ায় ফের গুলি চলল ভাঙড়ে। গুলিবিদ্ধ এক। ইতিমধ্যে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে সেই ব্যক্তিকে।

এদিন ভাঙড়ের কলকাতা লেদার কমপ্লেক্স থানার অন্তর্গত ভাটিপোতা এলাকায় গুলিবিদ্ধ হন এক যুবক। নাম জাহিদ পুরকাইত। সন্ধ্যায় এলাকায় রাস্তার পাশে বাইক নিয়ে বসেছিলেন তিনি। আর তখনই অন্ধকারের মধ্য়ে তাকে লক্ষ্য গুলি চালায় দুষ্কৃতী। স্থানীয় সূত্রে খবর, এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন জাহিদ। ইতিমধ্যে, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তড়িঘড়ি গুলিবিদ্ধ যুবককে হাসপাতালে ভর্তি করেছে এলাকাবাসীরা। শুরু হয়েছে চিকিৎসাও।

কিন্তু কোন শত্রুতার বশে গুলিবিদ্ধ হলেন জাহিদ? পুলিশ সূত্রে কোনও উত্তর না পাওয়া গেলেও এলাকার এক বাসিন্দার দাবি, জাহিদের একজন শত্রু রয়েছে। তার অনুমান, হয়তো এই কাণ্ড তারই ঘটানো।

উল্লেখ্য, সাত মাস আগেই শ্বশুড়বাড়ির অমতে গিয়ে বিয়ে করেন জাহিদ। তারপর থেকে ঘর-দুয়ার ছেড়ে এসে উঠেছিলেন কলকাতার এই লেদার কমপ্লেক্স এলাকায়। কাজও করতেন স্থানীয় কারখানাতেই। এলাকাবাসীর অনুমান, সেই সম্পর্কের টানাপোড়েনই কাল হল জাহিদের? শেষমেশ, শ্বশুড়বাড়ির অমতে গিয়ে বিয়ে করেই কি বিপদ বাড়ল তার?