বজবজ: গতকাল হামলা। দিন পেরতেই গ্রেফতার। শনিবার সাতসকালে তৃণমূল যুবনেতাকে গুলির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। অধরা এখনও দুই। ধৃত ব্যক্তির নাম প্রীতম ভর। পুলিশ সূত্রে খবর, এদিন আলিপুর আদালতে তোলা হয়েছে তাকে। আপাতত, দশদিনের পুলিশি হেফাজতেই রাখা হয়েছে ধৃত ব্যক্তিকে।
শনিবার সাতসকালে হামলা চলে তৃণমূল যুবনেতাকে লক্ষ্য করে। বেলা ১১টা নাগাদ বাজার করে বাড়ি ফিরছিলেন বজবজের ডোঙারিয়া এলাকার প্রাক্তন অঞ্চল সভাপতি কৃষ্ণ মণ্ডল। কিন্তু বাড়ি ফেরার পথেই ঘটে বিপত্তি।
বজবজ ২ ব্লকের নোদাখালি থানার ডোঙারিয়া স্কুল মোড় এলাকায় গুলিবিদ্ধ হন সেই তৃণমূল যুবনেতা। গুলি চালিয়েই ঘটনাস্থল থেকে বাইক নিয়ে চম্পট দেয় তিন দুষ্কৃতী। প্রকাশ্য দিবালোকে এমন দুষ্কৃতী তাণ্ডবে শরীর কেঁপে ওঠে স্থানীয়দের। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। তড়িঘড়ি তৃণমূল নেতাকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। বুকে-পিঠে গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থাতেই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বলা বাহুল্য, এই এলাকা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদ ক্ষেত্র ডায়মণ্ড হারবার লোকসভার অন্তর্গত।
উল্লেখ্য, এই প্রথম এর আগে বছর কয়েক আগে একই রকম ভাবে হামলা হয়েছিল এই তৃণমূল যুবনেতার উপর। স্থানীয় সূত্রে জানা যায়, দলের অন্য নেতারাই নাকি সেবার হামলা চালিয়ে ছিল এই যুবনেতার উপর। তবে কি এবারও সেই একই ভাবে হামলার ছক? নতুন করে গোষ্ঠী দ্বন্দ্বের শিকার তৃণমূল যুবনেতা কৃষ্ণ মণ্ডল? উত্তর অধরা।