Accident in South 24 pargana: ‘বিকট শব্দ…মা চিৎকার করে ডাকল একবার..এসে দেখি রক্তে ভেসে যাচ্ছে সব…আর বাবা শেষ’

South 24 pargana: দুর্ঘটনাস্থান ডায়মন্ড হারবার পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে কালিনগর। মৃতের নাম জয়ন্ত দাস (৬১)। বাড়িতে স্ত্রী আর মেয়ের সঙ্গে থাকতেন জয়ন্তবাবু।

Accident in South 24 pargana: 'বিকট শব্দ...মা চিৎকার করে ডাকল একবার..এসে দেখি রক্তে ভেসে যাচ্ছে সব...আর বাবা শেষ'
দেওয়াল চাপা পড়ে মৃত্যু (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Feb 19, 2022 | 2:20 PM

দক্ষিণ ২৪ পরগনা: প্রতিদিনের মতোই খাওয়া-দাওয়া করে ঘুমিয়েছিলেন ওঁরা। তবে তখনও যে বিপদ ওঁত পেতে রয়েছে তা হয়ত কল্পনা করতে পারেননি। ঘুমের মধ্যেই হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দেওয়াল। ঘটনাস্থলেই মৃত্যু একজনের। আশঙ্কাজনক আরও এক মহিলা। তাঁকে নিয়ে আসা হয়েছে ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ ও হসপাতালে।

দুর্ঘটনাস্থান ডায়মন্ড হারবার পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে কালিনগর। মৃতের নাম জয়ন্ত দাস (৬১)। বাড়িতে স্ত্রী আর মেয়ের সঙ্গে থাকতেন জয়ন্তবাবু। এরপর রাতের বেলা খাওয়া-দাওয়া সারেন তিনজন। পরে জয়ন্তবাবু ও তাঁর স্ত্রী আশা দেবী এক ঘরে ঘুমোতে যান। অন্যঘরে শুতে চলে যায় মেয়ে পিয়ালী দাস। হঠাৎ রাত একটা নাগাদ বিকট শব্দ হয় ঘরের ভিতর। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ঘরের দেওয়াল। মাঝরাতে ওই শব্দে এলাকায় ছুটে আসেন প্রতিবেশীরা। ঘটনাস্থলে গিয়ে দেখেন দেওয়াল চাপা হয়ে পড়ে রয়েছেন জয়ন্ত দাস ও তার স্ত্রী। পরে তাদেরকে উদ্ধার করে তড়িঘড়ি ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা জয়ন্তকে মৃত বলে জানায়।

এই বিষয়ে পিয়ালী জানান, “রাত একটা নাগাদ হঠাৎ করে খুব জোরে আওয়াজ হয়। সেই শব্দে আমি উঠি। মা চিৎকার করে একবার ডাকল আমায়। এসে দেখি দুজনে পুরো চাপা পড়ে রয়েছে। মায়ের মাথা দেখা গেলেও বাবাকে দেখা যায়নি। দেওয়াল পুরো ভেঙে পড়ে রয়েছে। এরপর জেঠিমাকে ডাকি। ওরা এসে উদ্ধার করে। বাবার বুকের উপর পাথর চাপা পড়ে ভেঙে। সেখানেই বাবা মারা যায়। মা হাসপাতালে ভর্তি। অবস্থা আশঙ্কাজনক।”

আরও পড়ুন: Youth Death in Jaynagar: ‘ও তো দাদার মতো ছিল,মাঝে-মধ্যেই রাতে ঘুরতে যেতাম…’ যুবক খুনে প্রিয়াঙ্কার বয়ানে উঠে এল অদ্ভূত তথ্য

আরও পড়ুন: Student Leader Murder: মাঝরাতে বাড়িতে ‘পুলিশ’, ছাদ থেকে ঠেলে ফেলে খুনের অভিযোগ আইএসএফ নেতাকে