Sonarpur: সরিয়ে নেওয়া হচ্ছে মিড ডে মিলের টাকা! ভয়ঙ্কর অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে

Teachers: স্কুলেরই এক শিক্ষক প্রতাপচন্দ্র শাঁখারির অভিযোগ, স্কুলের সহ শিক্ষকদের প্রতি তিনি খারাপ ব্যবহার করেন ৷ বিভিন্নভাবে অভিভাবকদের থেকে টাকা তোলা হয় বলেও অভিযোগ।

Sonarpur: সরিয়ে নেওয়া হচ্ছে মিড ডে মিলের টাকা! ভয়ঙ্কর অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে
এই স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 06, 2025 | 11:04 AM

সোনারপুর: স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। স্কুল শিক্ষা দফতরে লিখিত অভিযোগ দায়ের করলেন অন্যান্য শিক্ষিকা ও অভিভাবকরা। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা স্কুল পরিদর্শক। তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষিকার। তাঁকে হেয় করার জন্যই এই পদক্ষেপ বলে পাল্টা অভিযোগ জানিয়েছেন তিনি।

রাজপুর সোনারপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে অবস্থিত আচার্য প্রফুল্লনগর বিদ্যায়তন। এই স্কুলের প্রধান শিক্ষিকা ভবানী সর্দার মণ্ডল ৷ তাঁর বিরুদ্ধে মিড ডে মিলের টাকা, স্কুলের উন্নয়নের টাকা তছরুপের অভিযোগ উঠেছে। এছাড়া প্রাথমিক শিক্ষাদানে সরকার যেখানে সমস্ত সুযোগ সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে দেয় সেখানে স্কুল ড্রেস, ফর্ম দেওয়া, ভর্তি, এমনকী কোনও ছাত্রছাত্রী ট্রান্সফার নিলে সে ক্ষেত্রেও টাকা নেওয়া হয় বলে অভিযোগ।

স্কুলেরই এক শিক্ষক প্রতাপচন্দ্র শাঁখারির অভিযোগ, স্কুলের সহ শিক্ষকদের প্রতি তিনি খারাপ ব্যবহার করেন ৷ বিভিন্নভাবে অভিভাবকদের থেকে টাকা তোলা হয় বলেও অভিযোগ। এই ঘটনার প্রতিবাদ করে প্রধান শিক্ষিকার রোষে তিনি পড়েছেন বলে দাবিও করেন ওই শিক্ষক। দুর্নীতির জেরে বন্ধ রয়েছে স্কুলের মিড ডে মিলের পরিষেবাও৷ ফলে বঞ্চিত হচ্ছে ছাত্রছাত্রীরাও৷

প্রধান শিক্ষিকা ভবানী সর্দার মণ্ডল বলেন, ২০২২ সালের ডিসেম্বর মাসে তিনি প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব নেন৷ তারপর থেকেই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এই ঘটনার তদন্তে স্কুলে আসেন সার্কেল ইন্সপেক্টরও। শিক্ষক ও শিক্ষিকাদের জিজ্ঞাসাবাদও করেন। এই বিষয়ে প্রশ্ন করা হলে তারা এড়িয়ে যান ৷ কোনও উত্তর দেননি।