Jadavpur University Jobs: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ, ধৃত ভুয়ো আইপিএস

Satyajit Mondal | Edited By: জয়দীপ দাস

Apr 02, 2023 | 9:11 AM

Jadavpur University Jobs: সূত্রের খবর, ধৃত ইচ্ছা সিনহা দাস এক পুলিশ অফিসারের স্ত্রী ৷ তাঁর স্বামী ২০১৯ সালে একটি পথ দুর্ঘটনায় সোনারপুরে মারা যান৷

Jadavpur University Jobs: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ, ধৃত ভুয়ো আইপিএস
ধৃত ইচ্ছা সিনহা দাস

Follow Us

নরেন্দ্রপুর: নিয়োগ দুর্নীতিকাণ্ডে তদন্ত শুরু হওয়ার পর থেকে বিগত কয়েকমাস ধরে তোলপাড় চলছে গোটা রাজ্যে। নাম জড়িয়ে যাচ্ছে শাসকদলের একাধিক নেতা-মন্ত্রীর। জেলে রয়েছেন একাধিক প্রাক্তন আমলা সহ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। এরইমধ্যে এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ। সাড়ে ছয় লক্ষ টাকা নেওয়ার অভিযোগে এক মহিলাকে নিজেদের হেফাজতে নিল নরেন্দ্রপুর (Narendrapur) থানার পুলিশ(Police) ৷ ধৄতের নাম ইচ্ছা সিনহা দাস৷ অভিযোগ, সংবাদমাধ্যমের এক কর্মীকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পারচেজ ম্যানেজার পদে চাকরি দেওয়ার অফার দেন তিনি৷ তাঁর কাছ নিয়েছেন মোটা টাকাও। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সংবাদকর্মী নরেন্দ্রপুর থানায় অভিযোগও দায়ের করেছেন৷ অভিযোগ পেতেই তদন্ত নামে পুলিশ।

তদন্তে নেমেই অভিযুক্তকে হেফাজতে নিল পুলিশ ৷ এর আগে মদের লাইসেন্স পাইয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা নেওয়া ও সরকারি নথি জাল করার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছিল সোনারপুর থানার পুলিশ৷ বর্তমানে তিনি জেল হেফাজতে ছিলেন ৷ নরেন্দ্রপুর থানায় চাকরি দেওয়ার নাম করে জালিয়াতির অভিযোগ জমা পড়লে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ৷ এবার নয়া অভিযোগ পাওয়ার পর অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য বারুইপুর মহকুমা আদালতে আবেদন জানানো হয়৷ সেই আবেদন মঞ্জুর করেছে আদালত৷ 

সূত্রের খবর, ধৃত ইচ্ছা সিনহা দাস এক পুলিশ অফিসারের স্ত্রী ৷ তাঁর স্বামী ২০১৯ সালে একটি পথ দুর্ঘটনায় সোনারপুরে মারা যান৷ অভিযোগ ইচ্ছা দেবী নিজেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং অফিসার পরিচয় দিয়ে এই প্রতারণা করেছেন। একাধিক জায়গায় আবার নিজেকে আইপিএস অফিসার বলেও পরিচয় দিতেন ৷ ধৃতকে বারুইপুর আদালতে পেশ করা হলে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷ ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০, ৪০৬ ও ৪৭১ ধারায় মামলা রুজু করেছে পুলিশ ৷

Next Article