Sonarpur: মিছিলে পা মেলানোয় হুমকির শিকার, ক্ষোভে ফুঁসছে স্কুলপড়ুয়ারা
Sonarpur: স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস মণ্ডল বলেন, "আমরা আশঙ্কিত, লজ্জিত। ছেলেমেয়েরা স্কুলে আসার পথে আক্রান্ত হবে এটা ভাবা যায় না। ২০১৯ সালে আমি এখানে স্কুলে যোগ দিই। আজ পর্যন্ত এরকম কোনও ঘটনা হয়নি। আজ যা হল শুনে শঙ্কিত।"
সোনারপুর: রাস্তায় নেমে আরজিকর কাণ্ডের প্রতিবাদ করায় স্কুলপড়ুয়াদের হেনস্থার শিকার হতে হয়েছে বলে অভিযোগ। সোনারপুর থানা এলাকার প্রসাদপুর ভাগ্য ধর বিদ্যানিকেতন স্কুলের ছাত্র ছাত্রীদের মারধর করা হয় বলেও অভিযোগ। এই ঘটনার তীব্র নিন্দা করেন স্কুলে প্রধান শিক্ষক। তিনজন যুবক রাস্তায় পড়ুয়াদের হুমকি দিচ্ছিল বলে অভিযোগ। তার প্রতিবাদ করায় এক তরুণীকেও হুমকি দেওয়ার অভিযোগ উঠছে।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)
বৃহস্পতিবার শিক্ষক দিবসের অনুষ্ঠান ছিল স্কুলে। স্কুল ছুটির পর বাড়ি ফেরার সময় এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সোনারপুর থানার পুলিশ। রাস্তায় এই ঘটনা ঘটার পর আতঙ্কিত পড়ুয়ারা স্কুলে ফিরে আসে। প্রধান শিক্ষককে সবটা জানায়।
স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস মণ্ডল বলেন, “আমরা আশঙ্কিত, লজ্জিত। ছেলেমেয়েরা স্কুলে আসার পথে আক্রান্ত হবে এটা ভাবা যায় না। ২০১৯ সালে আমি এখানে স্কুলে যোগ দিই। আজ পর্যন্ত এরকম কোনও ঘটনা হয়নি। আজ যা হল শুনে শঙ্কিত।”
এক প্রতিবাদী বলেন, “তিনটে মেয়েকে মাঝরাস্তায় হুমকি দিচ্ছিল। ওরা স্কুল ড্রেস পরা। ভয় পাচ্ছিল। আমি প্রতিবাদ করায় রীতিমতো হুমকি দিচ্ছিল। তেড়ে এসে মারবে বলছিল।” বারুইপুর পুলিশ জেলার সুপার পলাশচন্দ্র ঢালি জানান, এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দু’জনকে পুলিশ চিহ্নিত করেছে। অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।