
নরেন্দ্রপুর: ক্লাবের মধ্যে দু’পক্ষের মধ্যে তুমুল ঝামেলার মধ্যেই এক যুবকের মুখে আগ্নেয়াস্ত্র ঢুকিয়ে ভয় দেখানোর অভিযোগ। ইট দিয়ে মেরে মাথাও ফাটিয়ে দেওয়া হয়। ইতিমধ্যেই নরেন্দ্রপুর থানায় দায়ের হয়েছে অভিযোগ। অভিযোগ পেতেই তদন্তে নেমেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। ঘটনার খবর চাউর হতেই শোরগোল শুরু হয়েছে এলাকায়।
সূত্রের খবর, নরেন্দ্রপুর থানা এলাকার রাজপুর সোনাপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের গড়াগাছা এলাকায় ক্লাবে রাতে ছিল ক্লাবেরই সদস্য সঞ্জয় নস্কর নামে এক যুবক। অভিযোগ মধ্যরাতে ক্লাবে ঢুকে তাঁকে মারধর করা হয়। শুধু তাই নয় ক্লাবের ভিতরেও ভাঙচুর চালানো হয়। ক্লাবের ট্রফি-সহ চেয়ার-টেবিল ভেঙে ফেলা হয়েছে বলে জানিয়েছেন ক্লাবের সম্পাদক অমিত হালদার । কারা এ কাজ করল, পুরনো শত্রুতা থেকেই এ ঘটনা কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।
যদিও ক্লাবের সম্পাদক বলছেন, ক্লাবের সামনেই একটি মাঠ রয়েছে। সেই মাঠ দখলের চেষ্টা করছে একদল যুবক। মাপজোকও শুরু হয়েছিল। ক্লাবের ছেলেরা বাধা দিতেই এই ঘটনা ঘটেছে। এই ঘটনার সঙ্গে বাপ্পা গুছাইত, বাপি হাজরা, প্রতাপ মিশ্র নামে বেশ কিছু যুবক জড়িত আছে বলে তাঁদের দাবি। তাঁদের নামে ইতিমধ্যেই থানায় অভিযোগ জানিয়েছেন আক্রান্ত যুবক সঞ্জয় নস্কর। তবে অভিযুক্তরা পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।