মদের আসরের উল্লাস গড়াল বচসায়, এক গেলাসের সঙ্গীর গুলিতেই গেল প্রাণ
ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ (Police)। গুলিতে গুরুতর আহত হয়েছেন একজন।
দক্ষিণ ২৪ পরগনা: বৃষ্টিভেজা রাতে বসেছিল মদের আসর। তুমুল উল্লাস। মদের গন্ধে ম ম করছে চারপাশ। আটজনে জমে গিয়েছিল ‘মেহেফিল’। কিন্তু সমস্যা একটাই, মদ পেটে পড়লে কোনও জ্ঞান কাজ করে না। তা থেকেই কথা কাটাকাটি, চলল গুলি। দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার ঘুটিয়ারি শরিফে সেই গুলিতে প্রাণ গেল একজনের।
ঘুটিয়ারি শরিফের নবপল্লি। রবিবার রাতে সেখানে রেল স্টেশন লাগোয়া এলাকায় রেল লাইনের পাশেই বসে মদ্যপান করছিলেন জনা আটেক। সেই সময় নিজেদের মধ্যে বচসার জেরে হঠাৎ একজন গুলি চালায় বলে অভিযোগ। গুলিতে নিহত হন ওই যুবকদেরই একজন। নাম ফিরোজ মোল্লা। মাজেদ শেখ নামে আরও একজন গুরুতর আহত হন।
আরও পড়ুন: শিশির অধিকারী, সুনীল মণ্ডলদের সাংসদপদ খারিজ করা হোক, লোকসভার অধ্যক্ষকে ফোন সুদীপের
খবর পেয়েই ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করে। উদ্ধার হয় একটি বন্দুক ও চার রাউন্ড গুলি। ঘটনায় আরেক অভিযুক্ত আব্দুর রহমান সর্দার পলাতক। পুলিশ সূত্রের খবর, নিহত ফিরোজ মোল্লা বেআইনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। সেই সংক্রান্ত বিষয় নিয়ে বচসার জেরে গুলি চলতে পারে বলে প্রাথমিক তদন্তে অনুমান।