পানীয় জল থেকে এইমস, গোসাবায় ভোট প্রচারে ঢালাও প্রতিশ্রুতি শাহের

Mar 23, 2021 | 1:50 PM

আমফানের টাকা ভাতিজা অ্যান্ড কোম্পানি গ্রাস করেছে. তোপ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah)।

পানীয় জল থেকে এইমস, গোসাবায় ভোট প্রচারে ঢালাও প্রতিশ্রুতি শাহের
গোসাবায় অমিত শাহ।

Follow Us

দক্ষিণ ২৪ পরগনা: গোসাবায় (Gosaba) নির্বাচনী জনসভা থেকে সুন্দরবনকে (Sundarban) জেলা হিসাবে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করলেন অমিত শাহ। বিজেপি ক্ষমতায় এলে শুধু নতুন জেলাই নয়, সুন্দরবনকে ঢেলে সাজানোর কথাও বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিশুদ্ধ পানীয় জল, উন্নত স্বাস্থ্য পরিকাঠামো যুক্ত এইমস (AIIMS), আন্তর্জাতিক মানের গঙ্গাসাগর মেলা, মৎস্যজীবীদের জন্য নানা সুবিধার কথাও বলেন তিনি।

মঙ্গলবার গোসাবায় দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করেন অমিত শাহ। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারকে নিশানা করে বলেন, “আমি মনে দুঃখ নিয়ে এসেছি। বাংলার মাটি গোটা দেশকে স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। সেই ভূমিতে আজ তোষণ, তোলাবাজি, অনুপ্রবেশই মুখ্য। সুন্দরবনের মানুষ শুদ্ধ পানীয় জল পান না। মৎসজীবীদের জন্য কোনও উন্নয়নমূলক প্রকল্প নেই।” শাহি-প্রতিশ্রুতি, বিজেপি ক্ষমতায় এলে ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছবে। কয়েক লক্ষ কোটি টাকা খরচ করে উন্নয়ন করা হবে সুন্দরবনের। মৎস্যজীবীদের জন্য আলাদা আর্থিক সাহায্য করা হবে বলেও জানান তিনি। থাকবে বিশেষ বিমাও।

অমিত শাহের দাবি, সুন্দরবনের সঙ্গে অন্যায় করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের প্রকল্প, অনুদান থেকে বঞ্চিত রাখা হয়েছে এখানকার মানুষকে। আমফানের পর ১০ হাজার কোটি টাকা পাঠিয়েছেন নরেন্দ্র মোদী। কিন্তু তা পুরোপুরি তছরূপ হয়েছে। শাহের কথায়, “এই টাকার হিসাব চাই। ভাতিজা অ্যান্ড কোম্পানি সব গ্রাস করে ফেলেছে।” কিন্তু এভাবে পিঠ বাঁচানো যাবে না বলেও হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। তিনি বলেন, “মোদীজী পাই পাই পয়সার হিসাব নেবেন। অপরাধীদের সিট গঠন করে জেলের পিছনে পাঠানোর ব্যবস্থা করা হবে। সব ঘোটালার বিচার করবে সিট।” একদিকে সাগরের সৌন্দর্য, অন্যদিকে সুন্দরী-গরাণ-গেঁও ঘেরা সুন্দরবন, এদিন গোসাবায় ঢালাও উন্নয়নের আশ্বাস শোনা গেল অমিত শাহের মুখে।

Next Article