
রবীন্দ্র নগর: দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্র নগরের আক্রা সন্তোষপুর এলাকা। বুধবার সকাল থেকেই শুরু হয় সংঘর্ষ। দুপুরের পর পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। জ্বালিয়ে দেওয়া হয় বাইক, ভেঙে দেওয়া হয় পুলিশের গাড়ি। রক্তাক্ত হন এক পুলিশকর্মীও। ইটের আঘাতে আহত এক মহিলা পুলিশকর্মী।
রবীন্দ্র নগরে এদিন সকাল থেকেই অশান্তির আগুন ছড়াতে শুরু করে। তবে বিকেলে আচমকাই পুলিশকে লক্ষ্য করে আক্রমণ শুরু হয়। বাড়ির ছাদ থেকে ইট ছোড়ে কেউ কেউ। এলাকার একাধিক বাড়ি ও দোকানেও আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে পরিস্থিতি সামাল দেয়। ইটবৃষ্টি বন্ধ হয় কিছুক্ষণের জন্য। তারপর দ্বিতীয় দফায় আবারও ইটবৃষ্টি শুরু হয়। মহিলা কনস্টেবলের হাতে লাগে ইট।
কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ সাদা রুমাল হাতে নিয়ে এগিয়ে যায়। সেই সময়ও ইট ছোড়া হয় বলে অভিযোগ। পুলিশের গাড়ি ইট মেরে ভেঙে দেওয়া হয়েছে। রণক্ষেত্রের চেহারা নিয়েছে গোটা এলাকা। কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ।
ইতিমধ্য়েই এই পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সরব হয়েছেন ওই ঘটনাকে কেন্দ্র করে। শাসকদলের পক্ষে কুণাল ঘোষ বলেন, “পুলিশ-প্রশাসন বিষয়টা দেখছে। এই বিষয়ে কোনও রাজনৈতিক মন্তব্য করব না।”